shono
Advertisement
ICC

মহিলাদের চার বছরের ক্রিকেট সূচি ঘোষণা আইসিসির, বদলাচ্ছে WPL-র সময়

ওয়ানডে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে ১১টি দেশ।
Published By: Arpan DasPosted: 09:09 PM Nov 04, 2024Updated: 09:09 PM Nov 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুষদের ক্রিকেট মরশুমের মতো মহিলাদের ক্রিকেট মরশুম ঘোষণা করল আইসিসি। এই নতুন পরিকল্পনার নাম 'ফিউচার ট্যুরস প্রোগ্রাম'। প্রতিবছর পুরুষদের ক্রিকেটে কোনও আইসিসি ইভেন্ট থাকে। মহিলাদের ক্রিকেটেও তার প্রয়োগ হবে এবার। সেই অনুযায়ী বদলে যাচ্ছে ভারতে অনুষ্ঠিত মহিলাদের প্রিমিয়ার লিগের সময়ও।

Advertisement

এই চক্রে ধরা হচ্ছে ২০২৫-২০২৯ সময়সীমাকে। নতুন ক্যালেন্ডারের মাধ্যমে মহিলাদের ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেই সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে ছয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি। যা প্রথমবার অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। এছাড়া প্রতিবছরই থাকছে কোনও না কোনও আইসিসি টুর্নামেন্ট। ২০২৫-এ ভারতে মহিলাদের একদিনের বিশ্বকাপ, ২০২৬-এও টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৭-এ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৮-এ টি-২০ বিশ্বকাপ।

এদিকে ওয়ানডে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে ১১টি দেশ। নতুন মুখ হিসেবে থাকছে জিম্বাবোয়ে। প্রতিটি দলই দেশ-বিদেশ জুড়ে খেলবে। যেমন ভারত দেশে মুখোমুখি হবে বাংলাদেশ, জিম্বাবোয়ে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অন্যদিকে বিদেশে খেলতে হবে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সব মিলিয়ে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড, এই তিনটি দেশ অনেক বেশি টেস্ট ম্যাচ খেলবে। কারণ অতিরিক্ত জোর দেওয়া হচ্ছে টেস্ট ক্রিকেটে।

সেই সঙ্গে মহিলাদের প্রিমিয়ার লিগের জন্য আলাদা সময় রাখা হয়েছে। তা হবে ২০২৬-র জানুয়ারিতে। সেই অনুযায়ী বদলাচ্ছে দ্য হানড্রেড ও অস্ট্রেলিয়ার মহিলাদের বিগ ব্যাশ লিগের সময়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুরুষদের ক্রিকেট মরশুমের মতো মহিলাদের ক্রিকেট মরশুম ঘোষণা করল আইসিসি।
  • এই নতুন পরিকল্পনার নাম 'ফিউচার ট্যুরস প্রোগ্রাম'।
  • প্রতিবছর পুরুষদের ক্রিকেটে কোনও আইসিসি ইভেন্ট থাকে।
Advertisement