shono
Advertisement

Breaking News

IPL Mega Auction

চলতি মাসেই আইপিএলের মহা নিলাম, চূড়ান্ত দিনক্ষণ, কোথায় বসছে আসর?

সদ্য রিটেনশন পর্ব শেষ হয়েছে আইপিএলের।
Published By: Arpan DasPosted: 06:03 PM Nov 04, 2024Updated: 07:32 PM Nov 04, 2024

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: রিটেন পর্ব শেষ। এবার প্রকাশ্যে এল মহা নিলামের দিনক্ষণও। সেই সঙ্গে জানা গেল কোথায় বসতে চলেছে আইপিএলের মহা নিলাম। চলতি মাসেই বেজে উঠবে কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি লিগের দামামা। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের মহা নিলাম। তবে চর্চায় আছে জেড্ডাও। 

Advertisement

এই নিয়ে জল্পনা ছিলই। নভেম্বরের শেষ সপ্তাহেই যে মহা নিলাম হতে চলেছে, তা নিয়ে আলোচনা চলছিল। সেটা একপ্রকার নিশ্চিত হয়ে গেল। আবার রিয়াধ বা জেড্ডা, তা নিয়েও কিছুটা জটিলতা ছিল। আপাতত সৌদি আরবের রাজধানীকেই চূড়ান্ত করা হয়েছে। তবে জেড্ডার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনাচক্রে ওই সময়ে বর্ডার গাভাসকর ট্রফি চলবে। ২২ নভেম্বর থেকে শুরু ভারতের অস্ট্রেলিয়া সফর। অর্থাৎ প্রথম টেস্ট চলাকালীনই ঠিক হয়ে যাবে রিটেন করা ক্রিকেটাররা ছাড়া কে কোন দলের হয়ে খেলবেন। সেই তালিকায় আছেন ঋষভ পন্থ, কেএল রাহুলের মতো তারকা।

টেস্ট এবং নিলাম দুটোরই সম্প্রচার করবে একই চ্যানেল। তার জন্য বোর্ডের তরফে চেষ্টা চলছে এমন সময়ে নিলাম শুরু করার, যাতে দিনের খেলা শেষ হয়ে যাওয়ার পরে নিলাম হতে পারে। যেহেতু অস্ট্রেলিয়া এবং সৌদি আরবের সময়ের ব্যবধান অনেকটাই, তাই সমস্যা হবে না বলেই আশাবাদী বোর্ড।

গত বছর আইপিএলের নিলামের আসর বসেছিল দুবাইয়ে। তবে সেটা ছিল মিনি অকশন। এবারের আয়োজন আরও বড় কলেবরে। বহু তারকার ভাগ্য নির্ধারণ হবে মহানিলামে। উল্লেখ্য, ৩১ অক্টোবর শেষ দিন ছিল রিটেনশন তালিকা প্রকাশ করার। গতবারের চ্যাম্পিয়ন যেমন ৬জন প্লেয়ারকে ধরে রেখেছে। তেমনই পাঞ্জাব কিংস মাত্র ২জন 'আনক্যাপড'কে রিটেন করেছে। আবার মুম্বই গতবারের বিতর্ক সরিয়ে সব তারকাকেই দলে রেখেছে। বাকি কোন দল কেমন হয়, তা জানা যাবে নভেম্বরের ২৪, ২৫ তারিখে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রিটেন পর্ব শেষ। এবার প্রকাশ্যে এল মহা নিলামের দিনক্ষণও।
  • সেই সঙ্গে জানা গেল কোথায় বসতে চলেছে আইপিএলের মহা নিলাম।
  • চলতি মাসেই বেজে যাবে কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি লিগের দামামা।
Advertisement