shono
Advertisement

Breaking News

Rohit Sharma

'ও নিজেই সরে যাবে', 'ব্যর্থ' রোহিতকে নিয়ে ভবিষ্যদ্বাণী প্রাক্তন নির্বাচক প্রধানের

অজিভূমেই শেষ হয়ে যাবে রোহিতের টেস্ট কেরিয়ার?
Published By: Anwesha AdhikaryPosted: 04:56 PM Nov 04, 2024Updated: 04:56 PM Nov 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির পরে কি আর টেস্ট খেলতে দেখা যাবে না রোহিত শর্মাকে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত ৩-০ হারার পর থেকেই সেই প্রশ্ন উঠছে ক্রিকেটমহলে। এবার সেই জল্পনা আরও উসকে দিলেন প্রাক্তন নির্বাচক প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত। বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটারের মতে, লাগাতার ব্যর্থ হলে রোহিত নিজেই সরে দাঁড়াবেন।

Advertisement

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত চুনকাম হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল, টেস্ট কেরিয়ারকে আর দীর্ঘায়িত করতে চাইছেন না ভার‍ত অধিনায়ক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের চলতি মরশুমের পরে আর তাঁকে সাদা জার্সিতে দেখা আবে না। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে সম্ভবত খেলবেন না হিটম্যান। তার পরে আর চারটি টেস্ট থাকছে রোহিতের হাতে। সূত্রের খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে ভারত যদি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, তাহলে লর্ডসে খেলে টেস্টকে বিদায় জানানোর সুযোগ থাকবে রোহিতের কাছে।

কিন্তু নিউজিল্যান্ডের কাছে ৩-০ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার অঙ্কটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে ভারতের পক্ষে। ৪-০ জিততে পারলে তবেই সরাসরি ফাইনাল খেলার ছাড়পত্র পাবে মেন ইন ব্লু। তা না হলে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলোর ফলাফলের দিকে। ভারত যদি একান্তই ফাইনাল খেলতে না পারে তাহলে হয়তো অজিভূমেই শেষ হয়ে যাবে রোহিতের টেস্ট কেরিয়ার।

অস্ট্রেলিয়াতেই হয়তো টেস্ট ক্রিকেট কেরিয়ারের দাঁড়ি টানবেন রোহিত, এমন ইঙ্গিত দিলেন শ্রীকান্তও। তাঁর মতে, "ভারত যদি অস্ট্রেলিয়ায় ভালো খেলতে না পারে, রোহিত যদি ভালো পারফর্ম করতে না পারে তাহলে ও নিজেই টেস্ট থেকে অবসর নেবে। শুধু ওয়ানডে খেলবে।" তবে শ্রীকান্তের মতে, খারাপ খেললেও সেটা মেনে নিয়ে ভুল স্বীকার করার সাহস আছে রোহিতের। যদি কোনও ক্রিকেটার নিজের ভুল বুঝতে পারে তার অর্থ সে আবারও ফর্মে ফিরতে পারে। কিন্তু রোহিত কি অস্ট্রেলিয়া সফরে কামব্যাক করতে পারবেন? প্রশ্ন ক্রিকেটভক্তদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত চুনকাম হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল, টেস্ট কেরিয়ারকে আর দীর্ঘায়িত করতে চাইছেন না ভার‍ত অধিনায়ক।
  • নিউজিল্যান্ডের কাছে ৩-০ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার অঙ্কটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে ভারতের পক্ষে।
  • শ্রীকান্তের মতে, খারাপ খেললেও সেটা মেনে নিয়ে ভুল স্বীকার করার সাহস আছে রোহিতের। যদি কোনও ক্রিকেটার নিজের ভুল বুঝতে পারে তার অর্থ সে আবারও ফর্মে ফিরতে পারে।
Advertisement