shono
Advertisement
T-20 World Cup

ঘোষিত টি-২০ বিশ্বকাপের সূচি, ফাইনাল সেই আহমেদাবাদেই, ভারত-পাক মহারণ কবে?

কোথায় সেমিফাইনাল?
Published By: Subhajit MandalPosted: 06:33 PM Nov 25, 2025Updated: 08:33 PM Nov 25, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: অপেক্ষার অবসান। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিল আইসিসি। আগামী বছর টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ৮ মার্চ।

Advertisement

ভারতের অভিযান ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আমেরিকার বিরুদ্ধে। আর বহু প্রতীক্ষিত ভারত-পাক মহারণ হবে ১৫ ফেব্রুয়ারি। তবে ভারতের মাটিতে নয়, সেটা হবে শ্রীলঙ্কার কলম্বোয়। হাইব্রিড মডেলের কারণে পাকিস্তান ভারতে আসবে না। সম্প্রতি মহিলাদের ওয়ানডে বিশ্বকাপও এই মডেলে হয়েছে। এমনকী পাকিস্তান ও শ্রীলঙ্কা যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে, তাহলে ম্যাচ হবে শ্রীলঙ্কাতেই। ফাইনালে পাকিস্তান উঠলেও সেটা হবে ভারতের বাইরে, অর্থাৎ কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এবারও সূর্যকুমার যাদবরা সহজ গ্রুপে রয়েছেন। যেখানে পাকিস্তান ছাড়া আছে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং আমেরিকা। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ ১২ ফেব্রুয়ারি। ১৮ ফেব্রুয়ারি মুম্বইয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে পাঁচটা ভেন্যু চূড়ান্ত করেছে। সাধারণত বিশ্বকাপে আটটা ভেন্যু রাখা হয়। ওই আট ভেন্যুতেই ম্যাচগুলো হয়। এবার পাকিস্তান যেহেতু নিরপেক্ষে ভেন্যুতে খেলবে, তাই শ্রীলঙ্কার তিনটে ভেন্যু রাখা হয়েছে। ভারতের পাঁচ ভেন্যু হল কলকাতা, আহমেদাবাদ, চেন্নাই, মুম্বই ও দিল্লি। শ্রীলঙ্কার তিন ভেন্যু হল- কলম্বো, ক্যান্ডি আর গল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি:

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, আমেরিকা
গ্রুপ বি: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ সি: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল, ইটালি
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, কানাডা

ভারতের সূচি:
৭ ফেব্রুয়ারি: বনাম আমেরিকা, মুম্বই (সন্ধে ৭টা)
১২ ফেব্রুয়ারি বনাম নামিবিয়া, দিল্লি (সন্ধে ৭টা)
১৫ ফেব্রুয়ারি বনাম পাকিস্তান, কলম্বো (সন্ধে ৭টা)
১৮ ফেব্রুয়ারি বনাম নেদারল্যান্ডস, আহমেদাবাদ (সন্ধে ৭টা)

সেমিফাইনাল:
৪ মার্চ: প্রথম সেমিফাইনাল, কলকাতা বা কলম্বো (সন্ধে ৭টা ) (শ্রীলঙ্কা বা পাকিস্তান না উঠলে ইডেনে)
৫ মার্চ, দ্বিতীয় সেমিফাইনাল, মুম্বই (সন্ধে ৭টা ) (ভারত উঠলে এই ম্যাচ খেলবে)

ফাইনাল:
৮ মার্চ, আহমেদাবাদ
(পাকিস্তান উঠলে কলম্বো)

ইডেনে ম্যাচ:
৭ ফেব্রুয়ারি: দুপুর ৩টে, ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ
৯ ফেব্রুয়ারি: সকাল ১১টা, বাংলাদেশ বনাম ইটালি
১৪ ফেব্রুয়ারি: বিকাল ৩টে, ইংল্যান্ড বনাম বাংলাদেশ
১৬ ফেব্রুয়ারি: বিকাল ৩টে, ইংল্যান্ড বনাম ইটালি
১৯ ফেব্রুয়ারি: সকাল ১১টা, ওয়েস্ট ইন্ডিজ বনাম ইটালি

সুপার এইট: ১ মার্চ: সন্ধে ৭টা (X1 বনাম X3)
সেমিফাইনাল: 8 মার্চ: সন্ধে ৭টা (শ্রীলঙ্কা বা পাকিস্তান না উঠলে, এই দুই দেশের কোনওটা উঠলে কলোম্বোয় )

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী বছরের টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিল আইসিসি।
  • আগামী বছর টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ৮ মার্চ।
  • বহু প্রতীক্ষিত ভারত-পাক মহারণ হবে ১৫ ফেব্রুয়ারি।
Advertisement