স্টাফ রিপোর্টার: শেষ একটা বছরে দু-দু’টো আইসিসি ট্রফি জেতার সুযোগ হাতছাড়া হয়েছে ভারতের। প্রথমে জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপ। তারপর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ। দু’বারই ফাইনাল হারতে হয়েছিল অধিনায়ক রোহিত ‘হিটম্যান’ শর্মাকে।
এবার ফের আইসিসি (ICC) ট্রফি জয়ের সুযোগ রয়েছে রোহিতের সামনে, টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup)। হয়তো অধিনায়ক হিসাবে এটাই তাঁর শেষ সুযোগ। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই লক্ষ্যেই নামবে টিম ইন্ডিয়া। রোহিত (Rohit Sharma) কীভাবে দেখছেন এই সুযোগকে? “আমাদের আর একটা ম্যাচ জিততে হবে। তবে সেটা নিয়ে বিশেষ কোনও ভাবনা নেই। এতদিন যেভাবে খেলে এসেছি, ফাইনালেও সেভাবে খেলব। আমাদের মাথা ঠাণ্ডা রেখে ম্যাচটা উপভোগ করতে হবে। কারণ মাথা ঠাণ্ডা থাকলে তবেই আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন,” বলছিলেন ভারত অধিনায়ক। ম্যাচ শেষে আবেগে কেঁদে ফেলতে দেখা গিয়েছে যাঁকে।
[আরও পড়ুন: অশ্রুসিক্ত রোহিতের কাঁধে বিরাটের ভরসার হাত, ‘ফাইনালে সেরাটা দেবেন কোহলি’, আস্থা হিটম্যানের]
১৭১ রান তোলার পরই জয় নিয়ে বেশ নিশ্চিত ছিলেন রোহিত। শুরুতেই তাঁর ৫৭ রানের ইনিংসটা যেন জয়ের সুর বেঁধে দিয়েছিল ভারতের জন্য। এক দশক পর দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তোলার পাশাপাশি প্রতিযোগিতার নকআউটে ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ স্কোরটাও এদিন করে ফেললেন ‘হিটম্যান’!
[আরও পড়ুন: সেমিফাইনালে ইংল্যান্ড বধের ম্যাচে একাধিক নজির রোহিতের, রেকর্ডবুকে নাম অন্যদেরও]
রোহিত ভালো ফর্মে থাকলেও তাঁর ওপেনিং সঙ্গী বিরাট কোহলি (Virat Kohli) একেবারেই নিজের সেরা ছন্দে নেই। তবে রোহিত আশা ছাড়ছেন না। তাঁর ধারণা, বিরাট নিজের সেরাটা তুলে রাখছেন ফাইনালের জন্য। রোহিতের কথায়, "কোহলি বিশ্বমানের ক্রিকেটার। ফর্মটা সমস্যার নয়। সব ক্রিকেটারকেই এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। ও ফাইনালে নিজের সেরাটা দেবে।"