shono
Advertisement

Breaking News

ICC T20 World Cup 2024

রানে নেই রোহিত, খেলার ধরন কি বদলানো উচিত? হিটম্যানকে পরামর্শ গাভাসকরের

কী পরামর্শ দিলেন লিটল মাস্টার?
Published By: Krishanu MazumderPosted: 12:47 PM Jun 21, 2024Updated: 12:56 PM Jun 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রুপ পর্বের শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নেই একজনও ভারতীয় ক্রিকেটার। ভারতের ক্রিকেটপ্রেমীরাও হতবাক এমন তথ্যে। বিরাট কোহলি রান পাচ্ছেন না। আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে রান পাননি ভারত অধিনায়ক রোহিত শর্মা।
বাঁ হাতি পেসারের বিরুদ্ধে রোহিতের দুর্বলতা আরও একবার প্রকাশ্যে এল। টিম ইন্ডিয়ার অন্যতম অভিজ্ঞ ব্যাটার হিটম্যান। অথচ ইনিংসের শুরুতে তিনি যদি রান না পান, তাহলে তো ধাক্কা টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ে! পরের ম্যাচগুলো থেকে কি ব্যাটিংয়ের ধরন বদলাবেন হিটম্যান?

Advertisement

[আরও পড়ুন: জয় দিয়ে কোপা শুরু বিশ্বজয়ীদের, মেসির নজির গড়া ম্যাচে কানাডাকে হারাল আর্জেন্টিনা


দেশের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর ভারত অধিনায়কের পাশে এসে দাঁড়াচ্ছেন। তিনি বলছেন, ''রোহিত অত্যন্ত অভিজ্ঞ ব্যাটার। ও জানে কী করতে হবে। বোলারের অ্যাঙ্গলের জন্য রোহিত শর্মার খেলার ধরন বদলানোর দরকারই নেই। কখনও কখনও অ্যাঙ্গলের জন্য ব্যাটারের ব্যাটিং পরিবর্তন করার কথা বলা হয়-অন সাইডে শট খেলতে যেও না। এই রকম ক্ষেত্রে ইনসাইড-আউট করে এক্সট্রা কভারের উপর দিয়ে মারার চেষ্টা করো। এই ধরনের জিনিসগুলো চেষ্টা করে দেখতে পারো।''
ফারুকি বল হাতে বোকা বানান রোহিতকে। ১৩ বলে ৮ রানে ফেরেন রোহিত। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে হিটম্যান মাত্র একটি হাফ সেঞ্চুরি করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) আফগানিস্তানের বিরুদ্ধে রোহিতের ব্যাট না চলায় তাঁর গড় বড় সড় ধাক্কা খেল। চারটি ম্যাচ থেকে রোহিতের ঝুলিতে ৭৬ রান।

[আরও পড়ুন: প্যাট কামিন্সের হ্যাটট্রিক, সুপার এইটের প্রথম ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিল অজিরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গ্রুপ পর্বের শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নেই একজনও ভারতীয় ক্রিকেটার।
  • ভারতের ক্রিকেটপ্রেমীরাও হতবাক এমন তথ্যে।
  • বিরাট কোহলি রান পাচ্ছেন না। আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে রান পাননি ভারত অধিনায়ক রোহিত শর্মা।
Advertisement