shono
Advertisement
ICC

পরের মহিলা বিশ্বকাপে বাড়ছে দল, রিচা-স্মৃতিদের সাফল্যের পরই বড় সিদ্ধান্ত আইসিসি'র

সদ্যসমাপ্ত মহিলা ওয়ানডে বিশ্বকাপে ছিল আটটি দল।
Published By: Arpan DasPosted: 09:09 AM Nov 08, 2025Updated: 09:12 AM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যসমাপ্ত মহিলা বিশ্বকাপের সাফল্যের প্রভাব পড়ল আইসিসি'র সিদ্ধান্তেও। কারণ আগামী মহিলা ওয়ানডে বিশ্বকাপে বাড়ছে দল। এবছর বিশ্বকাপে ছিল আটটি দল। আইসিসি'র তরফ থেকে জানানো হয়েছে, ২০২৯-র ওয়ানডে বিশ্বকাপে ১০টি দশ খেলবে।

Advertisement

শুধু সংখ্যার বিচারে নয়। আইসিসি'র এই সিদ্ধান্ত মহিলা ক্রিকেটকে আরও বহুদিক থেকে প্রভাবিত করবে। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা চাইছে নতুন দেশগুলিকে বড় মঞ্চ দিতে। যাতে দেশগুলির মধ্যে প্রতিযোগিতা বাড়ে এবং আরও বেশি সংখ্যক দেশ মহিলা ক্রিকেটের ক্ষেত্রে এগিয়ে আসে। আরও দুটি দেশ বাড়লে অনেক প্রতিভা উঠে আসবে। আরও অনেক দেশ বিশ্বকাপ খেলার স্বপ্নও দেখবে। এবছর যেমন ওয়েস্ট ইন্ডিজ মহিলা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি।

আইসিসি'র তরফ থেকে জানানো হয়েছে, 'এবারের টুর্নামেন্টের সাফল্যের ভিত্তিতে পরের সংস্করণে দশটি দেশকে সুযোগ দিতে চায় আইসিসি। এবার সব মিলিয়ে প্রায় ৩ লক্ষ মানুষ স্টেডিয়ামে এসে টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ দেখেছেন। যা মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এর পাশাপাশি দর্শক সংখ্যারও বিরাট উন্নতি হয়েছে। বিশ্বজুড়ে অনলাইনে দেখার হিসেবেও নতুন রেকর্ড গড়েছে।'

উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারায় ভারত। গোটা টুর্নামেন্ট জুড়েই স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষদের নিয়ে বিরাট উন্মাদনা ছিল। অনলাইনে মোট দর্শক সংখ্যা ছিল ৪৪৬ মিলিয়ন। সেখানে শুধু ফাইনাল একসঙ্গে ২ কোটি ১০ লক্ষ এবং সিটিভি-র নিরিখে ৯ কোটি ২০ লক্ষ দেখেছিলেন। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের দর্শক সংখ্যাটাও প্রায় একই রকম। সম্প্রচারকারী চ্যানেল জিওহটস্টারে ফাইনাল ম্যাচটি দেখেন ১৮৫ মিলিয়ন দর্শক। অর্থাৎ প্রায় ১৯ কোটি মানুষ। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালও প্রায় এত সংখ্যক মানুষ দেখেছিলেন বলে জানা গিয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সদ্যসমাপ্ত মহিলা বিশ্বকাপের সাফল্যের প্রভাব পড়ল আইসিসি'র সিদ্ধান্তেও।
  • কারণ আগামী মহিলা ওয়ানডে বিশ্বকাপে বাড়ছে দল।
  • এবছর বিশ্বকাপে ছিল আটটি দল। জানা গিয়েছে, ২০২৯-র ওয়ানডে বিশ্বকাপে ১০টি দশ খেলবে।
Advertisement