বিশ্বকাপ জট কাটাতে এবার বাংলাদেশে যাচ্ছে আইসিসির বিশেষ দল! এমনটাই জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সূত্রের খবর, বাংলাদেশের এই বৈঠকেই কার্যত চূড়ান্ত হয়ে যাবে, আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) লিটন দাসরা খেলবেন কিনা। যদিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাফ দাবি, ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি থেকে একচুল নড়বেন না তাঁরা।
দিনকয়েক আগে বিসিবির সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনায় বসে আইসিসি। সেখানেও বিশ্বকাপ নিয়ে সমাধানসূত্র মেলেনি। বরং ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিয়েছে, ভারতে নিরাপত্তার অভাব রয়েছে বলে বাংলাদেশ যে অভিযোগ আনছে সেটা ভিত্তিহীন। তবে এই বার্তা দিলেও বিশ্বকাপ নিয়ে আইসিসি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তারপর দু'দিনে বাংলাদেশের ক্রিকেট পরিস্থিতি অনেকখানি বদলে গিয়েছে। বোর্ডের বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছেন ক্রিকেটাররা।
এহেন পরিস্থিতিতেই আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে পা রাখছে বলে জানিয়েছেন নজরুল। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "শেষ পাওয়া খবর অনুযায়ী, আইসিসির দল বাংলাদেশে এসে আলোচনা করবে। তবে আমরা নিজের অবস্থান থেকে একটুও সরছি না। আমরা শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাই। ভেন্যু বদলটা মোটেও অসম্ভব নয়, সেটাই আমরা মনে করি।" বিসিবি সূত্রে খবর, আইসিসির দল কবে বাংলাদেশে যাবে তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে বিশ্বকাপের সূচি নিয়ে এখনও আলোচনা চলছে।
ভারতে বিশ্বকাপ খেলতে না আসার পিছনে নিরাপত্তার কারণ দেখিয়ে ইতিমধ্যেই বার দুয়েক আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আইসিসির ‘ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট’ রিপোর্টের নামে প্রকাশ্যে মিথ্যাচারও করেছেন। তিনি দাবি করেছেন, আইসিসি থেকে নাকি বলা হয়েছে মুস্তাফিজকে দলে রাখলে তাদের নিরাপত্তার সমস্যা বাড়বে। বাংলাদেশের জার্সি পরলেও তার নিরাপত্তার সমস্যা হবে। যেহেতু বাংলাদেশে নির্বাচন আছে, তাই সেটারও প্রভাব পড়বে। কিন্তু এর কোনওটাই সত্যি নয়। এই নিয়ে বিসিবিকে তোপ দাগলেও বিশ্বকাপ জট কাটাতে শেষ চেষ্টা করছে আইসিসি। যাবতীয় সমস্যা কি মিটবে?
