shono
Advertisement
Ben Stokes

সিরাজের বলে মোক্ষম জায়গায় আঘাতে কুপোকাত স্টোকস, খোঁচা দিতে ছাড়ল না খোদ ইসিবি-ও

পরে অবশ্য উঠে ব্যাট করেন স্টোকস।
Published By: Arpan DasPosted: 08:23 PM Jul 13, 2025Updated: 08:23 PM Jul 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ পারদ চড়ছে লর্ডস টেস্টের। ইংল্যান্ডের ব্যাটিংকে প্রায় বাগে এনে ফেলেছে ভারতীয় বোলাররা। মহম্মদ সিরাজদের আগ্রাসনের সামনে ঝুঁকে পড়ছে একের পর এক ইংরেজ ব্যাটার। কিন্তু আক্ষরিক অর্থেই ঝুঁকে পড়লেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। সিরাজের বল তাঁর এমন জায়গায় লাগল যে কুপোকাত পড়লেন স্টোকস। যা নিয়ে মজা করতে ছাড়ল না ইংল্যান্ড ক্রিকেটও।

Advertisement

দ্বিতীয় ইনিংসের বয়স তখন ২৯তম ওভার। ব্যাট করছিলেন স্টোকস ও জো রুট। আগুনে মেজাজে ছিলেন মহম্মদ সিরাজ। আচমকাই তাঁর একটি লেংথ বল কিছুটা নীচে নেমে যায়। স্টোকস চেষ্টা করেছিলেন ডিফেন্ড করার। কিন্তু বাউন্সের অভাব ও বলের গতিতে তা স্টোকসের মোক্ষম জায়গায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়েন স্টোকস। বেশ কিছুক্ষণ ওভাবেই পড়ে থাকেন। উদ্বেগের সঙ্গে রবীন্দ্র জাদেজা তাঁর সঙ্গে গিয়ে কথা বলেন। সিরাজকেও কিছুটা চিন্তায় দেখায়।

পরে অবশ্য উঠে ব্যাট করেন স্টোকস। কিন্তু এই সুযোগে মজা করতে ছাড়ল না ইংল্যান্ড ক্রিকেটও। সোশাল মিডিয়ায় ওই বলের ভিডিও পোস্ট করে তারা লেখে, 'যেখানে চাও না, সেখানে বলের আঘাত'। ইংল্যান্ড ক্রিকেটের ওই পোস্ট সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। মজার মজার কমেন্টও করতে থাকেন নেটিজেনরা। স্টোকস চা পানের বিরতি পর্যন্ত করেছেন ২৭। তবে জো রুটকে ৪০ রানের মাথায় ফিরিয়ে দেন ওয়াশিংটন সুন্দর। অন্যদিকে জেমি স্মিথকে ৮ রানে ফেরান সুন্দর। চতুর্থ দিনে ইংল্যান্ডকে অল্প রানের মধ্যে বেঁধে ফেলার আশা দেখছে টিম ইন্ডিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ক্রমশ পারদ চড়ছে লর্ডস টেস্টের। ইংল্যান্ডের ব্যাটিংকে প্রায় বাগে এনে ফেলেছে ভারতীয় বোলাররা।
  • মহম্মদ সিরাজদের আগ্রাসনের সামনে ঝুঁকে পড়ছে একের পর এক ইংরেজ ব্যাটার।
  • কিন্তু আক্ষরিক অর্থেই ঝুঁকে পড়লেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।
Advertisement