shono
Advertisement
IND vs NZ

মুম্বইয়ে নিয়মরক্ষার ম্যাচে নেই বুমরাহ, চুনকাম এড়ানোর লক্ষ্যে ভারত

শুক্রবার ওয়াংখেড়েতে টস হারেন রোহিত শর্মা।
Published By: Anwesha AdhikaryPosted: 09:10 AM Nov 01, 2024Updated: 02:34 PM Nov 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিজ হাতছাড়া হয়েছে আগেই। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) নিয়মরক্ষার ম্যাচে ভুলত্রুটি শুধরে নিতে চাইছে ভারত। শুক্রবারের সেই ম্যাচে টস হারেন রোহিত শর্মা। তার পরেই ভারত অধিনায়ক জানিয়ে দেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে পারবেন না জশপ্রীত বুমরাহ। তাঁর বদলে এদিন দলে নেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম। 

Advertisement

ওয়াংখেড়ে টেস্টের আগে ভাইরাল ফিভারে আক্রান্ত হন বুমরাহ। তার পর থেকেই তৃতীয় টেস্টে তাঁর না খেলার জল্পনা ছড়ায়। আশঙ্কা সত্যি করেই নিয়মরক্ষার ম্যাচে নামতে পারলেন না তারকা পেসার। টসের সময়ে রোহিত জানিয়ে দেন, এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি বুমরাহ। তাই তাঁকে খেলানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। বুমরাহর পরিবর্তে এদিন প্রথম একাদশে রয়েছেন সিরাজ।

অন্যদিকে কিউয়ি একাদশ থেকেও ছিটকে গিয়েছেন পুণে টেস্টের নায়ক মিচেল স্যান্টনার। তারকা স্পিনারের পেশিতে টান ধরেছে। এছাড়াও বাদ দেওয়া হয়েছে টিম সাউদিকে। পরিবর্ত হিসাবে নিউজিল্যান্ডের প্রথম একাদশে রয়েছেন ম্যাট হেনরি এবং ইশ সোধি।  

সিরিজ হারলেও তৃতীয় টেস্টে ভালো ক্রিকেট খেলতে মুখিয়ে রয়েছেন রোহিত। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আলাদা করে মাথা ঘামাতে চান না ভার‍ত অধিনায়ক। আপাতত ভুলত্রুটি শুধরে নেওয়ার সুযোগ হিসাবেই ওয়াংখেড়ে টেস্টকে দেখতে চান হিটম্যান।

মুম্বই টেস্টে ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, মহম্মদ সিরাজ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউয়ি অধিনায়ক টম ল্যাথাম। 
  • ওয়াংখেড়ে টেস্টের আগে ভাইরাল ফিভারে আক্রান্ত হন বুমরাহ। তার পর থেকেই তৃতীয় টেস্টে তাঁর না খেলার জল্পনা ছড়ায়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আলাদা করে মাথা ঘামাতে চান না ভার‍ত অধিনায়ক।
Advertisement