সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই ঝগড়া তো এই ভাব। এই মারামারি, কান্নাকাটি তো এই হাসি-ঠাট্টা। ভাই-বোনের সম্পর্ক যেন শরৎ আকাশে মেঘ রোদ্দুরের লুকোচুরি খেলার মতো। সারাদিন শুধু খুনসুটি আর ঝগড়াঝাটি। আবার একে অপরের থেকে দূরে থাকলে মন খারাপ। অবশ্য সারা বছরের মধ্যে ভাইফোঁটা এক্কেবারে আলাদা। এদিন আর ঝগড়াঝাটি নয়, শুধু অবাক করে দেওয়ার পালা। কীভাবে? আপাতত, না হয় বোন বা দিদিকে ভাইফোঁটার উপহার দিয়েই অবাক করে দিন! রইল বাজেট ফ্রেন্ডলি গিফট দেওয়ার টিপস। মাত্র পাঁচশো টাকায়।
পার্সোনালাইজড হট কাপ। পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন। চাইলে নিজের কোনও সুন্দর ছবি তাতে ছাপিয়ে দিতে পারেন কিংবা এমন কোনও মিষ্টি মেসেজ যা আপনি আপনার বোন বা দিদিকে দিতে চান।
এমন জিনিস দিন যেটা কাজে লাগবে। যেমন সুন্দর পার্স বা ব্যাগ। এই দু’টি জিনিসই পাঁচশো টাকার মধ্যে ভালভাবে পেয়ে যাবেন। হ্যাঁ, ব্যাগ কিংবা পার্সের দাম আরও বেশি হতে পারে। কিন্তু পাঁচশো টাকার মধ্যেও ব্যবহারযোগ্য সুন্দর ক্লাচ বা ছোট্ট বাহারি পয়সা আর ক্রেডিট কার্ড রাখার পাউচ ব্যাগ পেয়ে যাবেন।
পারফিউম কাউকে দেওয়ার পক্ষে আদর্শ উপহার। যাকে বলে ‘সস্তায় পুষ্টিকর’। অনেক ভাল ভাল ব্র্যান্ডের পারফিউম রয়েছে যা পাঁচশো টাকার মধ্যে পাওয়া যায়। চাইলে ছোট্ট আতরের শিশিও দিতে পারেন। এতে আবার সাবেকিয়ানার ছাপ থাকবে।
পাঁচশো টাকার মধ্যে আর কী পাবেন? সুন্দর সুন্দর গয়না। কানের দুল, গলার হার অনায়াসেই পেয়ে যাবেন। তা না দিতে চাইলে সুন্দর গয়নার বাক্সও দিতে পারে। যাতে তাতে গয়না রাখা যায়।
আপনার বোন বা দিদি যদি মেকআপ ভালবাসে। তাহলে প্রসাধনী সামগ্রীও দিতে পারেন। লিপস্টিক, কাজল থেকে ফাউন্ডেশন, কত অপশন আপনার হাতে কাছে রয়েছে। তাও আবার পাঁচশো টাকার মধ্যে।
ইচ্ছে করলে বোনের জন্য বেছে নিতে পারেন হেডফোন কিংবা ইয়ারপ্য়াড। অনলাইনে কিনলে ৫০০ টাকার মধ্যে পেয়ে যেতে পারেন।