shono
Advertisement
IND vs SA 2nd ODI

জায়গা পাকা রো-কো'র, সিরিজ জিততে প্রথম এগারোয় কাকে ছাঁটছেন প্রবল চাপে থাকা গম্ভীর?

দক্ষিণ আফ্রিকা দলে ফিরতে পারেন বাভুমা।
Published By: Arpan DasPosted: 10:11 AM Dec 03, 2025Updated: 02:10 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রায়পুরে জিতলেই সিরিজ জয়। টেস্ট সিরিজে চুনকামের লজ্জার হাত থেকে মুক্তি পাওয়ার একটি উপায় বলা যেতে পারে। ওয়ানডেতে ভরসার নাম সেই রোহিত শর্মা ও বিরাট কোহলি। চারদিকে যেভাবে সমালোচনা বাড়ছে, তাতে গম্ভীরকে বাঁচাতে পারে রো-কো জুটিই। আবার গম্ভীরকে আরও সমস্যায় ফেলতে পারে রো-কো'র সাফল্য। সেই ম্যাচে নামতে কি পরীক্ষানিরীক্ষার পথে হাঁটবে ভারত?

Advertisement

ভারত হেরে গেলে গম্ভীরের নীতি নিয়ে আরও প্রশ্ন উঠবে। প্রতি ম্যাচে রো-কো জিতিয়ে দেবেন, এটা আশা করাটা ঠিক নয়। রাঁচিতে প্রথম ওয়ানডেতে ভারত জিতলেও বোলিং বিভাগ হতাশ করেছে। আবার রোহিত-কোহলি যদি রায়পুরে দুরন্ত পারফর্ম করে ম্যাচ জিতিয়ে দেন, তাহলেও সমস্যায় পড়বেন গম্ভীর। তখন কথা আরও বাড়বে, কেন তাঁদের টেস্ট থেকে 'বাদ' দেওয়া হয়েছিল? কেন তাঁদের ওয়ানডে থেকেও 'বাদ' দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল?

এই প্রশ্নগুলো থাকছেই। তবে ভারত জিতলে হয়তো কিছুটা 'রেহাই' পাবেন গম্ভীর। কারণ তাঁর স্ট্র্যাটেজি নিয়েও সমালোচনা হচ্ছে। এই পরিস্থিতিতে একটা বদল হতে পারে ভারতের প্রথম একাদশে। ওয়াশিংটন সুন্দরের জায়গায় আসতে পারেন নীতীশ কুমার রেড্ডি। পরের দিকে বল করতে হলে সিমিং অলরাউন্ডার কাজে লাগতে পারে। তখন শিশির একটা 'ফ্যাক্টর' হয়ে যাবে। সমস্যা হল, ভারতের টস ভাগ্যও সঙ্গ দিচ্ছে না। শুভমান গিলের বদলে কেএল রাহুল অধিনায়ক হলেও ভারতের 'মুদ্রাদোষ' বদলায়নি। দক্ষিণ আফ্রিকা দলে বরং দু'টি বদল হতে পারে। রায়ান রিকেলটনের জায়গায় টেম্বা বাভুমা এবং প্রেনেলান সুব্রায়েনের জায়গায় ফিরতে পারেন কেশব মহারাজ।

ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, নীতীশ রেড্ডি, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব , অর্শদীপ সিং , প্রসিদ্ধ কৃষ্ণ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রায়পুরে জিতলেই সিরিজ জয়। টেস্ট সিরিজে চুনকামের লজ্জার হাত থেকে মুক্তি পাওয়ার একটি উপায় বলা যেতে পারে।
  • ওয়ানডেতে ভরসার নাম সেই রোহিত শর্মা ও বিরাট কোহলি।
  • চারদিকে যেভাবে সমালোচনা বাড়ছে, তাতে গম্ভীরকে বাঁচাতে পারে রো-কো জুটিই।
Advertisement