সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় টেস্ট দলে এখন আর নেই বিরাট কোহলি-রোহিত শর্মা। অবসর নিয়েছেন চেতেশ্বর পূজারা। বাদের খাতায় অজিঙ্ক রাহানে। তার উপর চোটের জন্য এই টেস্টে নেই অধিনায়ক শুভমান গিলও। এত জন অভিজ্ঞ ব্যাটারের না থাকার জন্যই ভারতীয় দলের এই দুরবস্থা। সেরকমটাই মনে করেন ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলে (Anil Kumble)।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ব্যাটিং আচমকাই ভেঙে পড়েছে। ইডেনে যেমন স্পিন খেলার দুর্বলতা দেখা গিয়েছিল, গুয়াহাটিতে মার্কো জানসেনের পেস ও বাউন্সের সামনে অসহায় দেখিয়েছে পন্থ-জুরেলদের। সেসব দেখে হতাশ কুম্বলে। পাশাপাশি তিনি মনে করেন, গত কয়েক বছরে এত অভিজ্ঞ ব্যাটার সরে গিয়েছেন যে, তা টেস্টে ভারতীয় দলকে বেসামাল করে দিয়েছে।
সম্প্রচারকারী চ্যানেলে কিংবদন্তি স্পিনার বলেন, "বিরাট-রোহিত-পূজারা অবসরে, রাহানেও নেই। শুভমান এই টেস্টে খেলছে না। ভারত অবশ্যই অধিনায়ককে মিস করছে। গত তিন-চার বছরে ভারতীয় ব্যাটিংয়ের চার ব্যাটার হয় অবসর নিয়েছে, নয়তো সুযোগ দেওয়া হচ্ছে না। অনেক বদল এসেছে। আমার মনে হয়, সেটা প্লেয়ারদের বেসামাল করে দিচ্ছে।"
তবে ভারতের বর্তমান ব্যাটিং লাইন-আপকে নিয়ে যথেষ্ট হতাশ কুম্বলে। তিনি বলেন, "একটা দিন খারাপ যেতেই পারে। ৬টা, ৭টা এমনকী ৮টা টেস্টও তাঁদের পাশা থাকা উচিত। কিন্তু একই ঘটনা গত ১০-১২টা টেস্টে ঘটে চলেছে। ব্যাটিং অর্ডারে কারও কোনও স্থিরতা নেই। সেগুলো দেখলে একটু হতাশই লাগে। আমার মনে হয়, তাঁদের তরফ থেকেও আরেকটু বেশি চেষ্টা করা উচিত।"
