সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে তাণ্ডব টিম ইন্ডিয়ার। আহমেদাবাদে ব্যাটিং বিক্রমে প্রোটিয়াদের উপর বড় রানের বোঝা চাপাল ভারত। নিয়মিত পারফর্ম করেও সুযোগ পাচ্ছিলেন না সঞ্জু স্যামসন। তিনি ফিরে বুঝিয়ে দিলেন তাঁর সঙ্গে 'অন্যায়' হচ্ছিল। তবে শো-স্টপার হার্দিক পাণ্ডিয়া। নামলেন, দেখলেন, জয় করলেন। পাণ্ডিয়ার তাণ্ডবে দক্ষিণ আফ্রিকার বোলাররা রীতিমতো নাজেহাল। চার-ছক্কার তাণ্ডবে ১৬ বলে হাফসেঞ্চুরি করলেন ভারতীয় অলরাউন্ডার। তারপরই প্রেমিকা মাহিকা শর্মার উদ্দেশে উড়ন্ত চুমু। ভারতীয়দের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরির নজির রয়েছে যুবরাজ সিংয়ের নামে। তিনি ১২ বলে অর্ধশতরান করেছিলেন। হার্দিকের বিধ্বংসী ব্যাটিংয়ের জেরে শেষ টি-টোয়েন্টিতে ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে তুলল ২৩১ রান।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের নির্ণায়ক ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। সূর্যকুমাররা যদিও ২-১ ব্যবধানে সিরিজ এগিয়ে আছেন। ফলে সিরিজ হারের সম্ভাবনা নেই। শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করছে ভারত। অবশেষে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। শুভমান গিলের চোটের জন্য তাঁর কপাল খুলেছে। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের হাত ধরে ভারতের ব্যাটিংয়ের শুরুটা বেশ দাপটের সঙ্গেই হয়। অভিষেক ২১ বলে ৩৪ রান করে আউট হন। জর্জ লিন্ডের বলে বোল্ড হয়ে যান তিনি। ২২ বলে ৩৭ রান করে ফেরেন। মাঝে একবার জোরালো শটে আহত করলেন আম্পায়ারকেই। অনেকে যেমন বলছেন, চারটে চার ও দু'টো ছক্কা হাঁকানো ইনিংসটা যেন 'বঞ্চনা'র উত্তর।
স্বপ্নের ফর্ম জারি তিলক বর্মারও। ৪২ বলে ৭৩ রান করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা ভারতীয় দলের জন্য বিরাট স্বস্তির। সব দিকেই স্বচ্ছন্দে ঘুরিয়ে শট খেলছেন। দক্ষিণ আফ্রিকার কোনও বোলারকেই রেয়াত করেননি। আবার প্রয়োজন বুঝে রানের গতি কমাতেও পারেন। তবে হার্দিক পাণ্ডিয়া মেজাজে থাকলে আর কারও উপর কি আলো পড়ে? শুরুটা করলেন ছয় দিয়ে। প্রথম সাত বলে রান ৩১। লিন্ডের এক ওভারে নিলেন ২৭ রান। শেষ পর্যন্ত হাফসেঞ্চুরি এল ১৬ বলে। যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। আর তারপরই গ্যালারিতে উপস্থিত প্রেমিকা মাহিকা শর্মার উদ্দেশে উড়ন্ত চুমু হার্দিকের। ২৫ বলে ৬৩ রান করে শেষ ওভারে আউট হন।
শিবম দুবেও ৩ বলে ১০ রান করে অপরাজিত থাকেন। ৫ উইকেট হারিয়ে ২৩১ রান তোলে ভারত। এত ভালোর মধ্যে দুশ্চিন্তা থাকবে না, তা কী হয়? যেটা গত কয়েক ম্যাচ ধরেই দুশ্চিন্তার, সেটার এই ম্যাচেও সুরাহা হল না। ৫ রানে আউট হয়ে অফ ফর্মের ধারা বজায় রাখলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
