দক্ষিণ আফ্রিকা: ২৪৭/৬ (স্টাবস ৪৯, বাভুমা ৪১, কুলদীপ ৪৮/৩)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুয়াহাটি টেস্টে (Guwahati Test) প্রথম দিনে শেষবেলায় কামব্যাক টিম ইন্ডিয়ার। ঋষভ পন্থের নেতৃত্বে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) সাফল্যটা পেল শেষ সেশনে। বর্ষাপাড়া স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটার হাফসেঞ্চুরি পাননি, তবে রান আড়াইশোর কাছে। ভারতের হয়ে বল হাতে যেটুকু আশাভরসা সেটুকু এসেছে কুলদীপ যাদবের হাত থেকেই। ৪৮ রান দিয়ে তিনি তোলেন ৩ উইকেট। প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ৬ উইকেট হারিয়ে ২৪৭।
ইডেন টেস্টে হারের পর গুয়াহাটিতে ভারতীয় দলে দুই বদল এসেছে। চোট পাওয়া শুভমান গিল ও অক্ষর প্যাটেলের জায়গায় খেলছেন সাই সুদর্শন ও নীতীশ কুমার রেড্ডি। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হল ঋষভ পন্থ। সকালের দিকে কিছুটা সুইং হয়েছে। পরের দিকে স্পিনাররা সুবিধা পেলেন। যেটা তুলতে পারলেন কুলদীপ যাদব। সকালে জশপ্রীত বুমরাহকে সামলে দিলেন আইডেন মার্করাম, রায়ান রিকেলটনরা। অবশ্য তাতে কেএল রাহুলেরও ‘সাহায্য’ পেলেন। মার্করামের সহজ ক্যাচ হাতছাড়া করলেন রাহুল। চা-পানের বিরতির ঠিক আগে মার্করামকে (৩৮) বোল্ড করেন বুমরাহ। লাঞ্চের আগে ভারতকে দ্বিতীয় সাফল্য দিলেন কুলদীপ। রিকেলটনের (৩৫) খোঁচায় অসাধারণ ক্যাচ ধরেন পন্থ। কিন্তু হতাশ করলেন নীতীশ। প্রায়ই লাইন লেংথ হারালেন। তাঁকে ব্যবহার করার ক্ষেত্রেও অনভিজ্ঞতার পরিচয় দিলেন পন্থ।
লাঞ্চের সময় পর্যন্ত অনায়াসে ব্যাট করছিলেন ত্রিস্তান স্টাবস ও অধিনায়ক টেম্বা বাভুমা। রবীন্দ্র জাদেজাকে অনেক দেরিতে ব্যবহার করা হলেও লাঞ্চের পর তিনিই ৮৪ রানের জুটি ভাঙলেন। তাঁর বলে বাভুমার (৪১) অসাধারণ ক্যাচ ধরেন যশস্বী জয়সওয়াল। স্টাবস (৪৯) হাফসেঞ্চুরির কাছাকাছি পৌছে গিয়েছিলেন। কুলদীপের ঘূর্ণিতে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। এবার আর ভুল করেননি রাহুল। উইয়ান মুল্ডারকেও ফেরান মুল্ডার। আর দিনের একেবারে শেষের দিকে টনি ডে জর্জিকে (২৮) আউট করেন মহম্মদ সিরাজ। নতুন বল ও গোধূলির আলো-আঁধারির ফাঁদে পন্থের হাতে বন্দি হলেন প্রোটিয়া ব্যাটার। ক্রিজে এখনও আছেন সেনুরান মুত্থুস্বামী ও কাইল ভেরেনি। দ্বিতীয় দিন সকালে দক্ষিণ আফ্রিকাকে তাড়াতাড়ি গুটিয়ে দিতে পারলে বাকি দায়িত্ব গিল-বিহীন ব্যাটিং লাইন আপের কাঁধে।
