সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি এবং রোহিত শর্মা। দু'জনকে ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া। স্বপ্ন দেখাটা নিরর্থক নয়। পরিবারে যখন কেউ খাদের কিনারায় থাকে, তখন সবথেকে মজবুত খুঁটিকে সে আঁকড়ে ধরতে চায়। ভারতীয় দলে সেই খুঁটি 'রো-কো'। রোহিতের হাফসেঞ্চুরি, কোহলির 'ভিন্টেজ সেঞ্চুরি'তে ভর করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ উইকেটে ৩৪৯ রান তুলল ভারত।
রবিবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। শুভমান না থাকায় এদিন রোহিত শর্মার সঙ্গে ওপেন নামেন যশস্বী জয়সওয়াল। যদিও প্রায় ১০ মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন স্মরণীয় করে তুলতে পারলেন না। ১৬ বলে ১৮ রান করে নান্দ্রে বার্গারের বলে খোঁচা দিয়ে সাজঘরে ফিরলেন। এরপর নামলেন বিরাট। তখনও আন্দাজ করা যায়নি দুই মহারথী মিলে ইতিহাস রচনা করবেন।
তাঁদের জুটিতে উঠল ১৩৬ রান। ততক্ষণে অবশ্য আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়ে শাহিদ আফ্রিদিকে পিছনে ফেলে দিয়েছেন হিটম্যান। জানসেনের বলে এলবিডব্লিউ হয়ে ৫৭ রানে সাজঘরে ফিরলেন। প্রায় দু’বছর পর ফের জাতীয় দলের জার্সি গায়ে নামলেন রুতুরাজ গায়কোয়াড়কে। ২৮ বছর বয়সি এই খেলোয়াড় শেষবার ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে খেলেছিলেন। তবে রান পেলেন না। অটনিয়েল বার্টম্যানের বলে মাত্র ৮ রানেই সাঙ্গ হল রুতুরাজের ইনিংস। শূন্যে উড়ে অবিশ্বাস্য ক্যাচ ধরলেন ডেওয়াল্ড ব্রেভিস। ১৩ রানে আউট ওয়াশিংটন সুন্দরও। পরপর উইকেট পড়ায় রানের গতিও অনেকটা কমে গেল।
তবে চাপ সামলে জানসেনের বলে চার মেরে ১০২ বলে সেঞ্চুরি পূরণ করলেন বিরাট। ওয়ানডে’তে ৫২তম সেঞ্চুরির পর চেনা ভঙ্গিতে সেলিব্রেশনে মেতে ওঠেন। যা প্রাণ সঞ্চারিত করল গোটা স্টেডিয়ামে। এক সমর্থক তো নিরাপত্তার বেষ্টনীকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে ঢুকে কোহলির পায়ে পড়লেন। তাঁকে অবশ্য তৎক্ষণাৎ সরিয়ে নেওয়া হয়। ২৮০ দিন পর সেঞ্চুরি করলেন কোহলি। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮৩তম সেঞ্চুরি হল তাঁর। শীর্ষে থাকা শচীনের থেকে এখন ১৭ ধাপ পিছনে তিনি। সেঞ্চুরির পরেই প্রোটিয়া বোলারদের বেদম প্রহার শুরু। শেষ পর্যন্ত ১২০ বলে ১৩৫ রানে আউট হলেন। ইনিংসে ছিল ১১টি চার, ৭টি ছক্কা। বহুদিন পর নেতৃত্ব ফিরে পেয়ে ৬০ রানের ইনিংস উপহার দিলেন কেএল রাহুল। ২০ বলে ৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সামনে ৩৫০ রানের লক্ষ্য রাখল ভারত।
