সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকামের লজ্জা। অথচ সামনেই বর্ডার গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়ার মাটিতে রোহিতদের সফরের আগে দুশ্চিন্তা ঢুকেছে সমর্থকদের মধ্যে। এবার আরও চিন্তা বাড়াল ভারত এ দল। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি প্রস্তুতি টেস্টেই হেরে হোয়াইটওয়াশ হল ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দল।
মেলবোর্নে ভারত এ-র প্রথম ইনিংস থেমে গিয়েছিল মাত্র ১৬১ রানে। জবাবে অস্ট্রেলিয়া এ দল করেছিল ২২৩ রান। ক্যামেরন ব্র্যানক্রফটদের রান যে আরও বাড়েনি তার মূল কারণ মুকেশ-প্রসিদ্ধদের আঁটসাট বোলিং। প্রথম ইনিংসে প্রসিদ্ধ কৃষ্ণ তুলেছিলেন ৪ উইকেট। বাংলার পেসার মুকেশের শিকার ৩ উইকেট। খলিল আহমেদ পেয়েছিলেন ২ উইকেট।
৬২ রান পিছিয়ে থাকার পর ভারতের কাজ কঠিন হয়ে যায় ওপেনারদের ব্যর্থতায়। উপরের সারির ব্যাটাররা দ্রুত আউট হওয়ার পর হাল ধরেন ধ্রুব জুরেল, নীতীশকুমার রেড্ডি, তনুষ কোটিয়ানরা। ভারত এ-র ইনিংস থেমে যায় ২২৯ রানে। জয়ের জন্য ১৬৮ রান লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার। তবে প্রথম ওভারেই দুটি উইকেট তুলে ভারতকে জয়ের আশা দেখিয়েছিলেন প্রসিদ্ধ। কিন্তু তার পর স্যাম কোনস্টাস, বিউ ওয়েবস্টারদের দাপটে সহজেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
এর আগে ম্যাকেতে ৭ উইকেটে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। ফলে দুই টেস্টেই হেরে চাপ বাড়ছে টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভরাডুবির পর কেএল রাহুল ও ধ্রুব জুরেলকে আগেই অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেখানে দুই ইনিংস মিলিয়ে রাহুলের সংগ্রহ মাত্র ১৪ রান। তবে অশনি সংকেতের মধ্যেও একমাত্র 'ধ্রুব'তারা জুরেল। প্রথম ইনিংসে ৮০ রানের পর এই ইনিংসে করেন ৬৮ রান। দুই ইনিংসেই ব্যর্থ বাংলার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ। তাঁর সংগ্রহ ১৭ রান। বর্ডার গাভাসকর ট্রফির আগে ভারত এ দলের পরিসংখ্যানও চিন্তা বাড়াচ্ছে।