সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে ফাঁসিয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আর জি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সেই বয়ানকে হাতিয়ার করে এবার রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। প্রাক্তন সিপি বিনীত গোয়েল নিয়ে রাজ্য সরকারের অবস্থান কী? জানতে চাইল রাজভবন।
মঙ্গলবার রাতে রাজভবনের তরফে এক বিবৃতিতে বলা হয়, "১২ নভেম্বর, ২০২৪ তারিখে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত আর জি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যাকাণ্ড সংক্রান্ত খবরের পরিপ্রেক্ষিতে মাননীয় রাজ্যপাল মহাশয় বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মূল অভিযুক্ত সঞ্জয় রায়, যিনি ১১ নভেম্বর, ২০২৪ তারিখে শিয়ালদহ আদালতে হাজির ছিলেন, সেখানে দাবি করেছেন যে তাঁকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের দ্বারা, বিশেষ করে প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের দ্বারা ফাঁসানো হয়েছে। রাজ্যপাল মহাশয় রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, যাতে ঘটনাটি যথাযথভাবে তদন্ত করে তাঁকে দ্রুত তথ্যপ্রমাণ-সহ রাজ্য সরকারের অবস্থান জানানো হয়।"
পুরো বিষয়টি নিয়ে সোজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল। আর জি কর ইস্যুতে এর আগেও রাজ্য সরকারের সমালোচনা একাধিকবার করেছেন সি ভি আনন্দ বোস। তবে এভাবে অভিযুক্তের বয়ান হাতিয়ার করে রাজ্যকে প্রশ্নের মুখে দাঁড় করানো বেনজির। এখানেই অনেকে প্রশ্ন তুলছেন, রাজ্যপালের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে একজন ধর্ষণ ও খুনের মূল অভিযুক্তের বয়ানের উপর ভিত্তি করে এত বড় পদক্ষেপ তিনি করলেন কীভাবে?
উল্লেখ্য, আদালতে চার্জ গঠনের দিন সঞ্জয় রায় প্রিজন ভ্যান থেকে চিৎকার করে সাফাই দেয় যে, তাকে ‘আসলদের বাঁচাতে’ ফাঁসানো হচ্ছে। সোমবার বিচারপর্বের প্রথম দিনের শুনানির পর শিয়ালদহ আদালত থেকে প্রিজন ভ্যানে করে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার সময় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিশানা করে। ফের তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করতে সঞ্জয়। অভিযুক্তের সেই বয়ানকেই হাতিয়ার করছেন রাজ্যপাল।