সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের আগে হঠাৎ চিন্তার চোরাস্রোত ভারতীয় শিবিরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড গড়া হার একাধিক প্রশ্ন তুলে দিয়েছে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে। বিশেষ করে দলের দুই স্টার ব্যাটার শুভমান গিল এবং অধিনায়ক সূর্যকুমার (Shubman Gill-Surya Kumar Yadav) যাদবের ফর্ম চিন্তায় ফেলবে ভারতীয় শিবিরকে। যদিও টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতের কথায় উদ্বেগের কোনও চিহ্ন নেই। তিনি বরং আস্থা রাখছেন তারকা জুটির 'ক্লাসে'র উপর।
মুল্লানপুরে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩তম জয় পয়েছে দক্ষিণ আফ্রিকা। যা কিনা রেকর্ড। আর কোনও দেশ ভারতকে একগুলি টি-টোয়েন্টি ম্যাচে হারাতে পারেনি। এই হারে যারা দায়ী তাঁদের মধ্যে অন্যতম শুভমান গিল এবং সূর্যকুমার যাদব। কোথায় দলকে সামলাবেন, তা না নিজেরাই ফর্ম খুঁজছেন অধিনায়ক এবং সহ-অধিনায়ক। আরও এক ম্যাচে রান পেলেন না দুই ক্রিকেটার। মুল্লানপুরে শূন্য রানে ফেরেন গিল। প্রথম বলেই খোঁচা মারেন। আর সূর্য করেন মাত্র ৫।
যদিও তাঁদের নিয়ে উদ্বেগে নেই দুশখাতে। তিনি বলছেন, "ওদের ব্যাটিংয়ে ভালো লক্ষ্মণ দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজের শেষের দিক থেকেই সেটা দেখা যাচ্ছে। এই সিরিজের প্রথম ম্যাচেও গিলকে বলা হয়েছিল শুরু থেকে আক্রমণ করতে। পিচটা ভালো ছিল না। সুতরাং ওকে দোষ দেওয়া যায় না। আর আজ ও খুব ভালো বলে আউট হয়েছে।" টিম ইন্ডিয়ার সহকারী কোচ জানালেন, গিলদের ক্লাসে আস্থা আছে তাঁদের। তিনি বলছেন, "আমরা ওঁর ক্লাসে বিশ্বাস করি। দেখুন আইপিএলে ও প্রতি মরশুমে ৭০০-৮০০ রান করে।" সূর্য সম্পর্কেও একই মত তাঁর। তিনি বলেন, "সূর্যর ক্ষেত্রেও ব্যাপারটা একই। আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে ফেলেছি। আর এই ক্রিকেটারদের ক্লাসে আমাদের পুরোপুরি আস্থা আছে। আমার নিশ্চিত বিশ্বাস ওরা ভালো করবেই।"
তাঁর এবং শুভমান গিলের ফর্ম যে উদ্বেগের সেটা অবশ্য মেনে নিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে বলে গিয়েছেন, "আমার এবং শুভমনের শুরুটা ভালো করা উচিত ছিল। অভিষেক সব সময় কাজটা করে দেবে, এটা হয় না।" সূর্য এই হারের দায় পুরোপুরি নিজের উপরই নিয়েছেন।
