সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক যুগের অপেক্ষর অবসান। রোহিত শর্মার হাত ধরে আরও একবার ভারতের ঘরে এল চ্যাম্পিয়ন্স ট্রফি। আনন্দে মাতোয়ারা গোটা দেশ। মেন ইন ব্লুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতবাসীর প্রত্যাশা পূরণ করে তৃপ্ত ক্রিকেটাররাও। সব মিলিয়ে ট্রফি জয়ের আনন্দে উৎসবের মেজাজে গোটা দেশ। ক্রিকেটার থেকে আমজনতা-সেখানে শামিল সকলেই।

গোটা টুর্নামেন্ট জুড়ে আধিপত্য। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হল মেন ইন ব্লু। তাও সেটা একযুগ পর। ২০১৩ সালে যখন শেষবার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, তখন মাঠেই ভাংড়া নেচেছিলেন বিরাট কোহলি। সেই সঙ্গে ছিল গ্যাংনাম স্টাইলের নাচ। সেই স্মৃতি ফেরালেন হর্ষিত-অর্শদীপরা। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গ্যাংনাম নাচে মাতল ভারতের তরুণ ব্রিগেড।
কেবল ক্রিকেটাররা নন, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আনন্দে উৎসবে মেতেছে গোটা দেশ। দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, রাঁচি, পাটনা, মোরাদাবাদ- হোলির আগে অকাল দিওয়ালিতে মাতোয়ারা কাশ্মীর থেকে কন্যাকুমারী। তেরঙ্গা উড়িয়ে পথে নেমে উল্লাস করেছেন ক্রিকেটপ্রেমীরা।
জাতীয় পতাকার পাশাপাশি রোহিত-বিরাটদের ছবিও ছিল আমজনতার হাতে। প্রিয় নায়করা যেভাবে দাপট দেখিয়েছেন টুর্নামেন্টে, মাত্র ১০ মাসের মধ্যে কীভাবে দ্বিতীয় ট্রফি এসেছে ভারতে, সেই নিয়েই আলোর রোশনাইয়ে ভেসেছে রবিবারের রাত।
রোহিতরা চ্যাম্পিয়ন হতেই এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানান মোদি। তিনি লেখেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে আনছে ভারতীয় দল। তোমাদের জন্য গর্বিত। গোটা টুর্নামেন্টে দারুণ খেলেছে দল। অনেক অনেক অভিনন্দন জানাই।’ একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘রুদ্ধশ্বাস ফাইনালে আমাদের ছেলেরা নিজেদের শক্তি প্রদর্শন করল। দুর্দান্ত ভাবে ধারাবাহিকতা বজায় রেখেছে। আর তাতেই আমরা ট্রফি জিতলাম। ভারতীয়দের জন্য ভীষণ গর্বের একটা সন্ধে।’ সোশাল মিডিয়ায় রোহিতদের অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী-সহ রাজনীতির জগতের রথী-মহারথীরা।