সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই বছর আগে ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয়েছিল তাঁদের। তাই বিশ্বকাপের খেতাবি যুদ্ধে নামার আগে হরমনপ্রীত কউরদের জন্য বিশেষ বার্তা পাঠালেন জশপ্রীত বুমরাহ-সূর্যকুমার যাদবরা। নির্ভয়ে খেলুন স্মৃতিরা, মাঠে নেমে নিজের সেরাটা দিন-বার্তা গৌতম গম্ভীরদের। উল্লেখ্য, সেমিফাইনালে অজিদের হারানোর পরে ভারতের মহিলা ব্রিগেডকে শুভেচ্ছা জানিয়েছিলেন বিরাট কোহলিরা।
তৃতীয়বার বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে ভারত। ২০১৭ সালে জয়ের খুব কাছে এসে গিয়েও মিতালি রাজদের ফিরতে হয়েছিল খালি হাতে। অন্যদিকে, ২০২৩ সালে ঘরের মাঠে ফেভারিট হিসাবে বিশ্বকাপ ফাইনাল খেলতে নেমেছিলেন রোহিত শর্মারা। কিন্তু ফাইনালে প্যাট কামিন্সদের বিরুদ্ধে আত্মসমর্পণ করতে হয়েছিল মেন ইন ব্লুকে। ফলে স্বপ্নভঙ্গের যন্ত্রণার স্বাদ পেয়েছেন ভারতের পুরুষ-মহিলা দুই দলই।
তাই খেতাবি যুদ্ধের আগে জেমাইমা রডরিগেজদের পাশে দাঁড়িয়ে উৎসাহ দিয়েছেন পুরুষ দলের কোচ-ক্যাপ্টেন। বিসিসিআইয়ের তরফ থেকে পোস্ট করা ভিডিওতে গম্ভীর বলছেন, "ভারতীয় দলের সমস্ত ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের তরফে আমি মহিলা দলকে শুভেচ্ছা জানাই। ফাইনাল উপভোগ করো, সাহসী হও। ভুল করতে ভয় পেও না। তোমরা ইতিমধ্যেই দেশকে গর্বিত করেছ।"
২০২৩ সালে স্বপ্নভঙ্গ হয়েছিল সূর্য-বুমরাহদের। ফাইনালে উঠেও বিশ্বজয়ের স্বাদ পাননি। মহিলাদের অনুপ্রাণিত করতে সূর্য বলছেন, "মহিলা দলকে ফাইনালের আগে অনেক শুভেচ্ছা। ফাইনালটা উপভোগ করো, আর একদম নিজের স্বাভাবিক খেলাটা খেলো। তোমরা গোটা টুর্নামেন্টে দারুণ খেলেছ।" বুমরাহর কথায়, "আমরা অনেক বিশ্বকাপ ফাইনালে খেলার সুযোগ পাই না। তাই আলাদা করে কিছু করতে যেও না। তোমরা দারুণ খেলছ, নিজেদের সেই পারফরম্যান্সে আস্থা রাখো। নিজের সেরাটা দাও, বাকি সব কিছু ঠিক হয়ে যাবে।" বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন বুমরাহরা। তবে সেখান থেকেও নিশ্চয় টিভির পর্দায় চোখ রাখবেন তাঁরা।
