সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার সাহসকে কুর্নিশ জানিয়েছে ক্রিকেট মহল। পাকিস্তানের হামলার চেষ্টা কড়া হাতে দমন করছে ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাটে ভারতীয় সেনাবাহিনী কঠোর জবাব দিচ্ছে। এমন পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটাররা ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট করছেন। এই তালিকায় রয়েছেন শিখর ধাওয়ান, হরভজন সিং, ভেঙ্কটেশ প্রসাদও।
প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান 'এক্স'-এ লিখেছেন, 'আমাদের সাহসী সেনাদের সালাম। সীমান্তে তাঁদের দৃঢ়চেতা মনোভাবকে কুর্নিশ। তাঁরা পাকিস্তানের ড্রোন হামলা প্রতিরোধ করেছেন। জয় হিন্দ।'
প্রাক্তন অভিজ্ঞ স্পিনার হরভজন সিং লেখেন, 'জয় ভারত। জয় জওয়ান। হর হর মহাদেব।' ভেঙ্কটেশ প্রসাদ লিখেছেন, 'দুষ্টু পাকিস্তানকে শিক্ষা দিক ভারত।'
প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা লেখেন, 'ভারত এমনই শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। গোটা বিশ্ব এটা বুঝতে পারছে। আমরা সেনাবাহিনীর পাশে আছি। তারাই আমাদের রক্ষা করে।'
মুখ খুলেছেন সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত শর্মা। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, "আমাদের সেনাবাহিনীকে স্যালুট। তাদের সাহসী মনোভাবের জন্য কুর্নিশ। বিপদের সময়ে তাঁরাই ঢাল হয়ে আমাদের পাশে দাঁড়িয়ে আছে। আসুন আমরা শান্ত থেকে সমস্ত সুরক্ষা পরামর্শ অনুসরণ করে তাদের সমর্থন করি।'
পহেলগাঁও হামলার পালটা হিসেবে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে নিকেশ হয় অন্তত ১০০ জঙ্গি। এরপরই যুদ্ধের জিগির ওঠে। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট-একাধিক রাজ্যের বহু এলাকা লক্ষ্য করে ড্রোন এবং মিসাইল হামলা চালায় পাকিস্তান। তবে পাক সেনার সমস্ত চেষ্টাই ব্যর্থ। সফলভাবে মিসাইল এবং ড্রোন আটকে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। একাধিক ড্রোন এবং মিসাইল গুলি করে নামানো হয়েছে। শুধু তাই নয়, পাক বায়ুসেনার এফ ১৬ জেট গুলি করে নামিয়েছে ভারত। এছাড়াও দু'টি জে-১৭ বিমান নিকেশ করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। বিষয়টি স্বীকারও করে নিয়েছে পাকিস্তান। জঙ্গিদমনে ভারতীয় সেনার এই অদম্য লড়াইকেই ধন্যবাদ জানালেন খেলার দুনিয়ার তারকারা।
