সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক যুদ্ধের আবহে ক্রিকেটারদের নিরাপত্তার খাতিরে আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। তার আগে ধরমশালায় আইপিএলের পাঞ্জাব-দিল্লি ম্যাচ বাতিল করে দিতে হয়। এই পরিস্থিতিতে শ্রেয়স-রাহুলদের কীভাবে ফেরানো হবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছিল। দেশের একাধিক বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়। তবে নির্বিঘ্নেই দিল্লি ফিরেছেন ক্রিকেটাররা। তার আগে ধরমশালায় নিশ্চিন্তে কাটিয়েছেন দিল্লি ক্যাপিটালস ক্রিকেটাররা। এই ভিডিও সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।
বিমানবন্দর বন্ধ থাকায় ক্রিকেটারদের ফেরানো হয় স্পেশাল বন্দে ভারত একপ্রেসে। কেবল ক্রিকেটাররা নন, সাপোর্ট স্টাফ, ধারাভাষ্যকার-সহ বাকিদেরও নয়াদিল্লিতে ফেরানো হয় বিশেষ এই ট্রেনে। শুক্রবার রাতে আইপিএলের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়। এর মধ্যেই আরও একটি ভিডিও সামনে এসেছে। সেখানে কেএল রাহুল, ফাফ ডু প্লেসিসদের ধরমশালার পাহাড়ি নদীর মনোরম সৌন্দর্য উপভোগ করতে দেখা গিয়েছে। তাঁদের স্নানও করতে দেখা গিয়েছে। ভারতীয় সেনার প্রতি ভরসা আছে, যেন এই বার্তাই তাঁরা দিতে চেয়েছেন। আসলে দেশের সেনারা রয়েছেন বলেই তো তাঁরা সুরক্ষিতভাবে মনের আনন্দে কাটাতে পেরেছেন।
স্থানীয় এক ভক্ত মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করেছেন। ক্রিকেটারদের সঙ্গে সেলফিও তুলেছেন তিনি। ভিডিওটি করে তিনি কতটা উত্তেজিত, সেটা পরিষ্কার। তাঁকে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে। ভিডিওটি দ্রুত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
এর আগে আইপিএলের তরফে ভারতীয় রেল বিভাগের প্রশংসা করে লেখা হয়, ‘এত দ্রুত স্পেশাল বন্দে ভারতের ব্যবস্থা করে প্লেয়ার, সাপোর্ট স্টাফ, ধারাভাষ্যকার-সহ বাকিদের নয়াদিল্লিতে ফেরানোর জন্য ধন্যবাদ।’ দিল্লির ক্রিকেটার কুলদীপ যাদব বলেন, “যেভাবে গোটা বিষয়টির ব্যবস্থা করা হয়, তা খুব ভালো ছিল। আমি বিসিসিআই ও ভারতীয় রেলকে ধন্যবাদ জানাই।” এরই মাঝে ক্রিকেটারদের নিশ্চিন্ত থাকার ভিডিও যেন বুঝিয়ে দিল ভারতীয় সেনাবাহিনীর প্রতি তাঁরা কতটা আস্থাশীল।
