shono
Advertisement
Test Championship Final

এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারতে! আইসিসির কাছে আবেদন জানাতে চলেছে বিসিসিআই

ইতিমধ্যেই জয় শাহর সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছে ভারতীয় বোর্ড।
Published By: Subhajit MandalPosted: 07:18 PM May 10, 2025Updated: 07:18 PM May 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগে দুবারই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে ইংল্যান্ডের মাটিতে। এবারও ব্যতিক্রম নয়। আগামী মাসে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ এ পর্যন্ত যে কটা টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে, সব ফাইনালই হয়েছে ইংল্যান্ডের মাটিতে। যা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন রোহিত শর্মা ও গৌতম গম্ভীররা। এবার সেই রীতিতে বদল চাইছে বিসিসিআই।

Advertisement

সূত্রের দাবি, আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভারতে আয়োজন করতে চায় বিসিসিআই। জুনে ভারতের ইংল্যান্ড সফর দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। শেষ হবে ২০২৭ সালে। সেই ফাইনালেরই আয়োজন করতে চায় বিসিসিআই। ইসিবির সঙ্গে আইসিসির চুক্তি ছিল তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজন নিয়ে। পরবর্তী ফাইনালের আয়োজনের জন্য নতুন আয়োজক চাইবে আইসিসিও। শোনা যাচ্ছে, কিছুদিন বাদেই ওই WTC ফাইনালের আয়োজন করতে চেয়ে আইসিসিকে সরকারিভাবে চিঠিও দেবে ভারতীয় বোর্ড।

এই মুহূর্তে আইসিসি চেয়ারম্যান পদে রয়েছেন প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহ। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই তাঁর সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছে ভারতীয় বোর্ড। আইসিসির কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। ভারতীয় বোর্ড আশাবাদী যে তাদের আবেদন গ্রাহ্য হবে। তাছাড়া জয় শাহ নিজেও চাইবেন, তাঁর সভাপতিত্বে ভারতে বড় কোনও আইসিসি ইভেন্টের ফাইনাল হোক।

বোর্ডের এক শীর্ষ কর্তা বলছিলেন, "ভারতে হওয়া ফাইনালে যদি ভারতও ওঠে, তাহলে সেটা দারুন ব্যাপার হবে। আর যদি ভারত নাও ওঠে তাও দুটি ভালো দলের খেলা দেখতে বহু মানুষ আসবেন।" অর্থাৎ বিসিসিআই ধরেই নিচ্ছে, আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভারতের মাটিতেই হবে। কোন মাঠে? এগিয়ে অবশ্যই আহমেদাবাদ এবং ওয়াংখেড়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এর আগে দুবারই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়েছে ইংল্যান্ডের মাটিতে।
  • আগামী মাসে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
  • এ পর্যন্ত যে কটা টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে, সব ফাইনালই হয়েছে ইংল্যান্ডের মাটিতে।
Advertisement