সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেকেআরের সঙ্গে তাঁর আনুষ্ঠানিকভাবে সম্পর্ক শেষ হয়েছে একবছরেরও বেশি সময় আগে। কিন্তু এখনও কি তাঁর হৃদয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স? হৃদয়ে আছে কি না বলা সম্ভব নয়, তবে ব্যাগে আছে। ভারতীয় কোচের সঙ্গে এখনও রয়ে গিয়েছে কেকেআর। যদিও অনেকে মনে করেছেন, কেকেআরকে সঙ্গে রাখা সম্ভবত গম্ভীরের সংস্কার। বা বলা যায় 'লাকি চার্ম'।
এশিয়া কাপের দামামা বেজে গিয়েছে। রাত পোহালেই ভারতের ম্যাচ। দুবাইতে আইসিসি অ্যাকাডেমিতে জোরকদমে চলছে সূর্যকুমার-গিলদের অনুশীলন। আর সেখানে গম্ভীর যখন ঢুকছেন, তখন অনেকেরই চোখে পড়েছে তাঁর ব্যাগ। ভারতীয় দলের হেড কোচের পিঠে একটি ব্যাগ। আর হাতে আরেকটি ব্যাগ। সেই ব্যাগটি কেকেআরের। বেগুনি রংয়ের সেই ব্যাগে পরিষ্কার দেখা যাচ্ছে নাইটদের লোগো। অনেকে এটাও লক্ষ্য করেছেন, নাইটদের লোগোর নিচে রয়েছে 'গৌতম'-এর নাম।
যা দেখে নেটিজেনদের বক্তব্য, 'কেকেআর থেকে গৌতম গম্ভীরকে সরানো সম্ভব, গম্ভীরের হৃদয় থেকে কেকেআর'কে সরানো সম্ভব নয়।' তবে সেটা কি নিছকই ভালোবাসা? অনেকে মনে করছেন, এর নেপথ্যে গম্ভীরের কোনও সংস্কার আছে। কারণ, নাইটদের মেন্টর থাকাকালীন সাফল্য পেয়েছেন তিনি। সেটাই যেন ভারতীয় দলেও তাঁর সঙ্গে থাকে। ২০২৪-এ কেকেআরের মেন্টর হিসেবে আইপিএল জেতেন গম্ভীর। তারপরই ভারতীয় দলের কোচ হন। প্রাথমিকভাবে সময়টা ভালো না গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন, ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্র হয়েছে। সামনে এশিয়া কাপ। ভারতই সেখানে 'হেভিওয়েট'। তবু 'লাকি চার্ম' সঙ্গে থাকলে ক্ষতি কী?
