সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট সমর্থক। দেশজ ক্রিকেট মিডিয়া। ক্রিকেট বিশেষজ্ঞকুল। ইডেন টেস্ট-উত্তর সময়ে প্রত্যেকের সম্মিলিত নিশানা কে, তা নতুন করে বলার প্রয়োজন পড়ে না। দেশের মাটিতে গত ছ’টার মধ্যে চারটে টেস্ট হারার পর ভারতীয় কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এই মুহূর্তে দেশের ক্রিকেট সার্কিটের সার্বিক নিশানা বলতে গেলে। তাঁর দল নির্বাচন। টিম স্ট্র্যাটেজি। টেস্ট জেতার জন্য অর্ডারি পিচ তৈরি করে ভরাডুবি। সবই এখন তীব্র সমালোচনার বস্তু। যা আবার একেবারেই মনঃপূত হচ্ছে না ভারতীয় টিম ম্যানেজমেন্টের। বরং গম্ভীরকে এভাবে প্রত্যেক ক্ষেত্রে নিশানা করা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ টিম ম্যানেজমেন্ট। প্রকাশ্যে যার পালটাও দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার যেমন ভারতীয় টিমের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক সাংবাদিক সম্মেলন করতে এসে একরাশ ক্ষোভ উগরে দিলেন। পরিষ্কার বলে দিলেন, কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে গম্ভীরকে আক্রমণ করে যাচ্ছেন। যা ঠিক নয়। ‘‘প্রত্যেকটা বিষয়ে গৌতম গম্ভীর, গৌতম গম্ভীর করে যাওয়া হচ্ছে। আমি কথাটা বলছি কারণ, ভারতীয় টিমের আমিও একজন স্টাফ। আর আমার পুরো ব্যাপারটা নিয়ে যথেষ্ট খারাপ লাগছে। এটা ঠিক নয়,’’ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এসে বলে দেন কোটাক। ‘‘আমার তো মনে হয়, কয়েক জনের বিশেষ উদ্দেশ্য আছে এভাবে গম্ভীরকে আক্রমণ করার। যাঁরা এ সমস্ত করছেন, তাঁদের প্রতি আমার শুভেচ্ছা থাকল। কিন্তু এটা অনুচিত,’’ সঙ্গে যোগ করেছেন তিনি।
গম্ভীর বলছেন ঠিকই। কিন্তু তাঁকে নিশানা করার কারণও রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ঘূর্ণি পিচ তৈরি করে ভরাডুবির পরেও হেলদোল হয়নি তাঁর। উলটে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডিজাইনার পিচ বানাতে যাওয়ায়, তার খেসারত দিতে হয়েছে টিমকে। দক্ষিণ আফ্রিকা অফস্পিনার সাইমন হারমার একা শেষ করে দেন ভারতকে। ইডেন টেস্ট জিততে চতুর্থ ইনিংসে ১২৪ রান দরকার ছিল ভারতের। কিন্তু সেই পুঁচকে রান তুলতে পারেনি তারা। উলটে ৯৩ অলআউট হয়ে যায়। ভারত হারে ৩০ রানে।
কোটাকের রাগ হল, গম্ভীর বাদে কেন আর কাউকে নিশানা করা হচ্ছে না? সব দায় কেন শুধুমাত্র কোচের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? টিমের ব্যাটিং কোচের বক্তব্য হল, ‘‘কেউ বলছে না, অমুক ব্যাটার ওটা করেছে। তমুক বোলার সেটা করেছে। বা ব্যাটিংয়ের ক্ষেত্রে কী কী করা উচিত? সব দায় গম্ভীরের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। অথচ ও কিন্তু সবার সামনে বলে দিল, ইডেনে ও রকম উইকেট ও নিজেই চেয়েছে। গম্ভীর বলছিল, ও কিউরেটরের উপর দায় চাপাতে চায় না। তাই দায় নিজেই নেবে।’’
