shono
Advertisement
IND vs BAN

বাংলাদেশকে সমীহ! রানাকে সামলাতে বিশেষ প্রস্তুতি বিরাট-রোহিতদের

গত সাত-আট বছরে বাংলাদেশ দু’বার ভারত সফরে এসেছে। দু’বারই শুধু হারেনি, লজ্জাজনকভাবে হেরে দেশে ফিরেছে তারা।
Published By: Subhajit MandalPosted: 03:25 PM Sep 17, 2024Updated: 04:38 PM Sep 17, 2024

স্টাফ রিপোর্টার: চেন্নাইয়ে দু’রকম উইকেট তৈরি রাখা হচ্ছে। একটায় ঘাস রাখা হচ্ছে। আর একটা একটু শুকনো রকমের। অর্থাৎ বল ঘুরবে। ভারতীয় টিম ম‌্যানেজমেন্ট এখনও ঠিক করে উঠতে পারেনি যে কোন পিচে খেলা হবে। যা দেখে কারও কারও মনে হয়েছে গৌতম গম্ভীরদের মাথায় এখন থেকেই হয়তো অস্ট্রেলিয়া সফরের কথা ঘুরছে। সে ঠিক আছে। তবে ঘরের মাঠে দুটো টেস্ট সিরিজ টিম ইন্ডিয়ার কাছে অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে। রোহিত শর্মারা চাইছেন যত বেশি ম‌্যাচ জিতে রাখতে। তাহলে লিগ টেবিলের শীর্ষে থেকে শুধু অস্ট্রেলিয়া সফরে যাওয়া যাবে না, একইসঙ্গে অনেকটা স্বস্তি নিয়ে ডন ব্র্যাডম‌্যানের দেশে যাওয়া যাবে টেস্ট সিরিজ খেলতে।

Advertisement

দিন কয়েক আগে থেকেই চেন্নাইয়ে ক‌্যাম্প শুরু করে দিয়েছে ভারত। বিরাট কোহলি সরাসরি লন্ডন থেকে চলে এসেছেন। প্রস্তুতিও চলছে জোরকদমে। টেস্টের (IND vs BAN) আগে আরও দু’দিন সময় আছে। তবে যা শোনা যাচ্ছে, তাতে তিন স্পিনারেই ভারত নামতে পারে। সেক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সঙ্গে তিন নম্বর স্পিনার হিসেবে খেলতে পারেন কুলদীপ যাদব। ঋষভ পন্থের টেস্টে প্রত‌্যাবর্তন প্রায় নিশ্চিত। গত সাত-আট বছরে বাংলাদেশ দু’বার ভারত সফরে এসেছে। দু’বারই শুধু হারেনি, লজ্জাজনকভাবে হেরে দেশে ফিরেছে তারা। তবে এবার পরিস্থিতি কিছুটা বদলেছে। পাকিস্তানের মাটিতে গিয়ে বাবর আজমদের টেস্ট সিরিজে হারিয়ে ভারতে পা রেখেছে বাংলাদেশ। সেই দেশের মিডিয়ার একাংশ মনে করছে এই সিরিজে ভারত অবশ‌্যই ফেভারিট। তবে তাদের টিম এবার লড়াই করবে। প্রতিপক্ষ নিয়ে ভারতও বেশ সমীহ করছে।

বাংলাদেশ টিম রবিবারই চেন্নাই পৌঁছে গিয়েছে। এদিন তারা প্র্যাকটিসেও নেমে পড়েছে। বাংলাদেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেন, ‘‘অবশ‌্যই খুব চ‌্যালেঞ্জিং সিরিজ হতে চলেছে। তবে পাকিস্তানকে হারিয়ে আমরা আত্মবিশ্বাসী।’’ যদিও ঘরের মাঠে ভারতীয় টিমের রেকর্ড দুর্ধর্ষ। গত বারো বছরে ঘরের মাঠে একটা টেস্ট সিরিজও হারেনি টিম। টানা সতেরো টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েছেন রোহিতরা। এবার সিরিজ জয়ের সংখ‌্যাটা আরও বাড়াতে চাইছে টিম ইন্ডিয়া।

এর বাইরে অবশ‌্য একটা খবর আছে। বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাকে নিয়ে বিশেষ চর্চা শুরু হয়ে গিয়েছে। কারও কারও মনে হয়েছে, রানা হাই আর্ম অ‌্যাকশনের জন‌্য বাড়তি বাউন্স আদায় করে নিতে পারেন। সেটা ভারতীয় ব‌্যাটারদের সমস‌্যায় ফেলতে পারে। তার অ‌্যান্টিডোট অবশ‌্য ভারত পেয়ে গিয়েছে। পাঞ্জাবের এক তরুণ পেসারকে চেন্নাইয়ের নেটে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। গুন্নুর ব্রার। রানার মতোই তাঁরও বোলিং অ‌্যাকশন। রোহিতরা প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিন কয়েক আগে থেকেই চেন্নাইয়ে ক‌্যাম্প শুরু করে দিয়েছে ভারত।
  • যা শোনা যাচ্ছে, তাতে তিন স্পিনারেই ভারত নামতে পারে।
  • সেক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সঙ্গে তিন নম্বর স্পিনার হিসেবে খেলতে পারেন কুলদীপ যাদব।
Advertisement