সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিতলেই মোটামুটি বিশ্বকাপ সেমিফাইনালে খেলা নিশ্চিত। সুপার এইটের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে না হারলে শেষ চারে খেলা আটকাবে না রোহিতদের। এই পরিস্থিতিতে শনিবার অ্যান্টিগায় প্রতিবেশী দেশ বাংলাদেশের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া (Team India)।
চলতি টুর্নামেন্টে এখনও অপরাজিত ভারত। অবশ্য রোহিতদের এ পর্যন্ত সেভাবে কঠিন প্রতিপক্ষের সামনে পড়তে হয়নি। খাতায়কলমে বাংলাদেশও ভারতের কাছে বিরাট কঠিন প্রতিপক্ষ নয়। সাম্প্রতিক অতীতে শাকিব-আল-হাসান, মহম্মদউল্লাহরা খানিকটা বেগ দিলেও টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup) বাংলাদেশের বিরুদ্ধে ১০০ শতাংশ জয়ের রেকর্ড ভারতের দখলে। শনিবার তাই ফেভারিট হিসাবেই নামবেন রোহিত শর্মারা (Rohit Sharma)। সব ঠিক থাকলে এদিনই সেমির টিকিটও নিশ্চিত হয়ে যেতে পারে। কিন্তু টিম ইন্ডিয়ার চিন্তা অন্য জায়গায়। সেটা হল অ্যান্টিগার আবহাওয়া।
[আরও পড়ুন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাতিয়ার ফুটবল, ভোটপ্রচারে বাইডেনের অস্ত্র কোপার ম্যাচ]
শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় অ্যান্টিগার স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, সকাল ১০টা থেকে ১১টার মধ্যে অ্যান্টিগায় বর্জ্য বিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সম্ভাবনা ৪৬-৫১ শতাংশ। অর্থাৎ ম্যাচের শুরুতে বৃষ্টি হওয়ার ভালোরকম সম্ভাবনা আছে। যদিও 'অ্যাকুওয়েদার' জানাচ্ছে, সকালে ১১টার পর অ্যান্টিগার আবহাওয়ার উন্নতি হবে। বাড়বে রোদ-গরম। সেই সঙ্গে আর্দ্রতার বৃদ্ধিতে অস্বস্তিকর গুমোট পরিবেশ সৃষ্টি হতে পারে। অর্থাৎ আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে পুরো ম্যাচ বাতিল হওয়ার কথা নয়। তবে বারবার বাধা হয়ে পারে বৃষ্টি। যা খেলার উপর প্রভাব ফেলবে।
[আরও পড়ুন: অমানুষিক পরিশ্রম, অকথ্য অত্যাচার! পরিচারকদের নির্যাতনের অপরাধে সাজা হিন্দুজা পরিবারের]
কোনও কারণে বৃষ্টিতে ম্যাচ বাতিল হলে বেশি চিন্তায় থাকবে টিম ইন্ডিয়াই। কারণ, ম্যাচ বাতিল হলে সহজ ম্যাচ থেকে ১ পয়েন্ট আসবে ভারতের খাতায়। বাংলাদেশও পাবে এক পয়েন্ট। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচটি মরণ-বাঁচন ম্যাচে পরিণত হবে।