সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূষণের দাপটে দিশেহারা গোটা উত্তর ভারত। ধোঁয়াশার জেরে কমেছে দৃশ্যমানতা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কম দৃশ্যমানতার জেরে একের পর এক গাড়ি দুর্ঘটনায় হু হু করে বাড়ছে প্রাণহানি। এবার ক্রিকেটেও থাবা বসাল দূষণ। লখনউয়ের একানা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে টস করতে পারলেন না ভারত ও দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) অধিনায়করা। এদিন ম্যাচের আগেই অবশ্য ছিটকে গেলেন সহ অধিনায়ক শুভমান গিল।
একদিকে শীতের কুয়াশা অন্যদিকে দূষণে জেরবার দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড (সিপিসিবি)-এর তথ্যানুযায়ী, বুধবার সকালে ৭টায় দিল্লির বাতাসের গুণমান সূচক (একিউআই) ছিল ৩৭৭। মঙ্গলবার যা ছিল ৪৯৮। অর্থাৎ গতকালের থেকে আজকের পরিস্থিতি কিছুটা উন্নত। তবে সামগ্রিক ভাবে দিল্লির বাতাসে দূষণের প্রাবল্য কমেনি। বাড়ছে উদ্বেগ। বুধবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে বাতিল হয়েছে অন্তত ১০টি বিমান।
দিল্লির মতোই গুরুতর পরিস্থিতি লখনউতেও। বুধবার টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে নামার কথা ছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকার। একানা স্টেডিয়ামে জিততে পারলেই সিরিজ চলে যাবে মেন ইন ব্লুর পকেটে। কিন্তু নির্ধারিত সময় অর্থাৎ সন্ধে সাড়ে ৬টায় টস করা সম্ভব হল না। মাঠে উপস্থিত ছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং এডেন মার্করাম। কিন্তু টস একঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ ধোঁয়াশার কারণে মাঠে কিছুই দেখা যাচ্ছে না।
ম্যাচ নিয়ে দোটানার মধ্যেই এদিন ছিটকে গিয়েছেন শুভমান গিল। জানা গিয়েছে, অনুশীলন চলাকালীন শুভমানের গোড়ালিতে চোট লেগেছে। স্ক্যান করে বোঝা যাবে আঘাত কতটা গুরুতর। লখনউয়ের পর আহমেদাবাদেও গিল খেলতে পারবেন কিনা, থাকছে প্রশ্ন। শীতকালে আঘাত সারতে সময় লাগবে বলেও মনে করছে টিম ম্যানেজমেন্ট। উল্লেখ্য, ঘাড়ে চোট পেয়ে টেস্ট এবং ওয়ানডে সিরিজে খেলতে পারেননি গিল।
