সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের পর মিশন বাংলাদেশ। ইতিহাস গড়ে বিপিএল নিলামে উঠছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার পীযূষ চাওলা। মুম্বই ইন্ডিয়ান্সে খেলে আইপিএল কেরিয়ার শেষ করেছিলেন তিনি। ৩০ নভেম্বর ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম। নিলামে অংশ নেওয়ার জন্য ৫০০ জনেরও বেশি বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। যদিও বিপিএল গভর্নিং কাউন্সিল বেছে নিয়েছেন ২৫০ বিদেশি ক্রিকেটারকে। এর মধ্যে নাম রয়েছে পীযূষের।
নিলাম তালিকায় অন্তর্ভুক্ত প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে ইতিহাস তৈরি করেছেন তিনি। এর মধ্যে নাম আছে ভারতের পীযূষ চাওলার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য সলমন আলি আঘা, রবি বোপারা, জনসন চার্লস ও পল স্টার্লিংরা। রয়েছেন রায়ান বার্ল, বাস ডি লিড, সন্দীপ লামিচানেও। নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার (৫০ জন) রয়েছে শ্রীলঙ্কা থেকে। পাকিস্তান থেকে রয়েছেন ৪৫ জন। তাছাড়াও আয়ারল্যান্ডের ৬ জন, আফগানিস্তানের ১৮ জন ক্রিকেটার রয়েছেন।
উল্লেখ্য, পীযূষ চাওলার নামের পাশে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নানান রেকর্ড। আইপিএলের ইতিহাসে তিনবার সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ভারতের হয়ে সংক্ষিপ্ত কেরিয়ার সত্ত্বেও, চাওলা টিম ইন্ডিয়ার হয়ে দু'টি বিশ্বকাপ জিতেছেন, ২০০৭ এবং ২০১১ সালে। পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চুটিয়ে খেলেছেন তিনি।
যেহেতু চাওলা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাই তাঁর এখন বিপিএলে খেলার ব্যাপারে কোনও বাধা নেই। ক্রিকেটমহল মনে করছে, এর ফলে ভবিষ্যতেও অনেক ভারতীয় ক্রিকেটার বিপিএলে খেলার ব্যাপারে আগ্রহী হবে। তিনি সম্প্রতি আবু ধাবি টি-১০ লিগে আজমান টাইটান্সে খেলেছেন। সেখানে দারুণ ছন্দে ছিলেন তিনি। ৬টি ম্যাচে তাঁর শিকার ৭ উইকেট।
