সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিলেতভূমে ইতিহাস ভারতীয় মহিলা ক্রিকেট দলের। স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে চতুর্থ ম্যাচে ৬ উইকেটের দুর্দান্ত জয় ছিনিয়ে নেন হরমনপ্রীত কৌররা। এই জয়ের পর এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারতের মহিলা দল। শনিবার বার্মিংহামে সিরিজের শেষ ম্যাচটি এর পর কার্যত নিয়ম রক্ষার হয়ে দাঁড়াল।
আপাতত সিরিজের ফলাফল ভারতের পক্ষে ৩-১। ২০০৬ সালে ইংল্যান্ডকে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হারিয়েছিল ভারত। এরপর থেকে দেশে হোক কিংবা বিদেশে 'উইমেন ইন ব্লু'রা ইংল্যান্ডের বিরুদ্ধে কখনও টি-টোয়েন্টি সিরিজ জেতেনি। ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্পিনাররা। রাধা যাদব (২/১৫), ২০ বছর বয়সি শ্রী চরানি (২/৩০) এবং দীপ্তি শর্মা (১/২৯) মিলিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের রাশ ভারতের হাতে তুলে দেন। ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানের বেশি তুলতে পারেনি ইংল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে অসাধারণ শুরু করেন ওপেনার শেফালি বর্মা (৩২) এবং স্মৃতি মান্ধানা (৩১)। তাঁদের পার্টনারশিপে ওঠে ৫৬ রান। বলা যায়, এই জুটিই জয়ের ভিত্তি স্থাপন করে। এরপর জেমাইমা রড্রিগেজ (২৪*) এবং ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর (২৬) ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ১৮ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে ভারত। রাধা যাদবকে ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয়।
ম্যাচের পর অধিনায়ক হরমনপ্রীত বলেন, "সিরিজ জিতে সত্যিই গর্বিত। যেভাবে গোটা সিরিজে খেলেছি, তাতে ভালো লাগছে। ছন্দ ফিরে পাওয়াটা দরকার ছিল। আমরা সকলে যেভাবে অবদান রেখেছি, তাতে দারুণ খুশি।" তিনি আরও বলেন, "ইংল্যান্ডে আসার আগে আমাদের দেশে জাতীয় শিবির হয়েছিল। সেখানে সকলে অক্লান্ত পরিশ্রম করেছি। যার ফল পেয়েছি হাতেনাতে। আমাদের নির্দিষ্ট এলতা পরিকল্পনা ছিল। তাতে সফল। সকলেই নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন ছিল। সেই অনুযায়ীই খেলেছি।" আগামী বছর রয়েছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইংল্যান্ডের বিরুদ্ধে এই জয় বিশ্বকাপের আগে বাড়তি অক্সিজেন জোগাবে ভারতকে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
