shono
Advertisement
IPL 2025

বল বিকৃতির অভিযোগে বিদ্ধ চেন্নাই! মুম্বইয়ের বিরুদ্ধে কী করেছিলেন খলিল-ঋতুরাজরা?

মুম্বইয়ের বিরুদ্ধে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন খলিল।
Published By: Arpan DasPosted: 03:53 PM Mar 24, 2025Updated: 04:23 PM Mar 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের আইপিএলে (IPL 2025) সবেমাত্র প্রথম ম্যাচ খেলেছে চেন্নাই। তার মধ্যেই বিতর্ক। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বল বিকৃতি করছেন সিএসকে বোলার খলিল আহমেদ। এমনটাই অভিযোগ নেটিজেনদের একাংশের। যে ভাইরাল ভিডিও ঘিরে অভিযোগ, সেখানে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও উপস্থিত ছিলেন।

Advertisement

ঠিক কী অভিযোগ তাঁদের বিরুদ্ধে? নেটপাড়ার একাংশের দাবি, বল করার সময় খলিল পকেট থেকে কিছু একটা বের করে সেটা ঋতুরাজের হাতে দেন। চেন্নাই অধিনায়ক আবার সেটাকে নিজের পকেটে ভরে ফেলেন। সেই সময় তাঁদের হাতে বল ছিল। সেই সময়ের ভিডিও শেয়ার করে নেটিজেনদের একাংশদের দাবি, তাঁরা বল বিকৃতি করছিলেন। এমনকী চেন্নাইকে নিষিদ্ধ করার দাবিও তুলছেন অনেকে।

মুম্বইয়ের বিরুদ্ধে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন খলিল। প্রথম ওভারেই রোহিত শর্মাকে ফেরান তিনি। নিজের পরের ওভারে আউট করেন রায়ান রিকেলটনকে। আবার শেষের দিকে ট্রেন্ট বোল্টের উইকেট নেন। তবে ভিন্নমতও উঠে আসছে। অনেকে বলছেন, খলিলের হাতে আংটি ছিল। বল করার সময় তিনি সেটা পকেটে ভরে রেখেছিলেন। ঋতুরাজকে ডেকে তাঁর হাতে সেই আংটি তুলে দেন। চেন্নাই অধিনায়কও সেটা পকেটে ভরে রাখেন। এর সঙ্গে বল বিকৃতির কোনও সম্পর্ক নেই।

উল্লেখ্য, ২০২৬ ও ২০১৭ সালে নিষিদ্ধ করা হয়েছিল চেন্নাইকে। সেই সময় সিএসকে'র কর্মকর্তাদের স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত করা হয়। এবার বল বিকৃতির অভিযোগেও অনেকে ফের তাদের নিষিদ্ধ করার দাবি করছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবারের আইপিএলে সবেমাত্র প্রথম ম্যাচ খেলেছে চেন্নাই। তার মধ্যেই বিতর্ক।
  • মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বলবিকৃতি করছেন সিএসকে বোলার খলিল আহমেদ। এমনটাই অভিযোগ নেটিজেনদের একাংশের।
  • যে ভাইরাল ভিডিও ঘিরে অভিযোগ, সেখানে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও উপস্থিত ছিলেন।
Advertisement