shono
Advertisement

Breaking News

Rohit Sharma

ইংল্যান্ড সিরিজ থেকে বাদ রোহিত! নতুন অধিনায়ক বাছতে বিশেষ বৈঠকে বিসিসিআই

জঘন্য পারফরম্যান্সের কারণেই কোপ রোহিতের উপর?
Published By: Anwesha AdhikaryPosted: 06:38 PM Mar 27, 2025Updated: 06:38 PM Mar 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন রোহিত শর্মা! সূত্রের খবর, অস্ট্রেলিয়া সফরে গিয়ে হতশ্রী পারফরম্যান্সের কারণেই বিলেতে আর খেলতে চাইছেন না ভারত অধিনায়ক। কিন্তু রোহিত না খেললে মেন ইন ব্লুকে নেতৃত্ব দেবেন কে? সেই সিদ্ধান্ত নিতে শনিবার বৈঠকে বসবে বিসিসিআই।

Advertisement

লাল বলের ক্রিকেটে রোহিতের সাম্প্রতিক ফর্ম জঘন্য। শেষ ১০ টেস্টে তাঁর সংগ্রহ মাত্র ১৬৪ রান। ফর্ম এতটাই খারাপ যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির একটি ম্যাচে রোহিত নিজেকেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। স্বাভাবিকভাবেই ফের তাঁর হাতে নেতৃত্ব দেওয়া হবে কিনা সেটা নিয়ে বোর্ডের অন্দরে বিস্তর দ্বিমত ছিল। এহেন পরিস্থিতিতে শোনা যাচ্ছে, রোহিত নিজেই নাকি ইংল্যান্ড সিরিজ থেকে সরে দাঁড়াতে চাইছেন। খারাপ ফর্মের কারণেই হিটম্যানের এই সিদ্ধান্ত, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

কিন্তু রোহিত না থাকলে ভারতকে নেতৃত্ব দেবেন কে? অজি সফরে রোহিতের অনুপস্থিতিতে ভারতের অধিনায়কত্ব সামলেছেন জশপ্রীত বুমরাহ। কিন্তু পিঠের চোটে আপাতত তিনি মাঠের বাইরে। আইপিএলেও এখনও পর্যন্ত খেলতে পারেননি। তাঁকেই কি ফের সাদা জার্সিতে অধিনায়কত্ব করতে দেখা যাবে? নাকি অন্য কাউকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে দ্রুত বৈঠকে বসতে চলেছে বিসিসিআই।

সূত্রের খবর, আগামী শনিবার অর্থাৎ ২৯ মার্চ গুয়াহাটিতে বিসিসিআইয়ের বৈঠক হবে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া, নির্বাচক প্রধান অজিত আগরকর এবং ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর হাজির থাকবেন ওই বৈঠকে। এছাড়াও বোর্ড কর্তাদের অনেকেই গুয়াহাটির বৈঠকে থাকবেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে, ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক কে হবেন। তবে রোহিত নিজেকে সরিয়ে নিলেও ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলির খেলা কার্যত নিশ্চিত। বিলেতভূমে কিং কোহলির অতীত অভিজ্ঞতার কথা মাথায় রেখেই তাঁকে খেলাতে চায় বোর্ড, খবর সূত্রের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লাল বলের ক্রিকেটে রোহিতের সাম্প্রতিক ফর্ম জঘন্য। শেষ ১০ টেস্টে তাঁর সংগ্রহ মাত্র ১৬৪ রান।
  • অজি সফরে রোহিতের অনুপস্থিতিতে ভারতের অধিনায়কত্ব সামলেছেন জশপ্রীত বুমরাহ। কিন্তু পিঠের চোটে আপাতত তিনি মাঠের বাইরে।
  • আগামী শনিবার অর্থাৎ ২৯ মার্চ গুয়াহাটিতে বিসিসিআইয়ের বৈঠক হবে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া, নির্বাচক প্রধান অজিত আগরকর এবং ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর হাজির থাকবেন ওই বৈঠকে।
Advertisement