সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবারের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তিনি। কিন্তু শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) দলে রাখেনি কেকেআর। সেই 'বঞ্চনা'র জবাব কি দেওয়া শুরু করলেন তিনি? সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে দাঁড়িয়ে থাকলেও 'নিঃস্বার্থ' নেতৃত্বের পরিচয় দিলেন। সেই সঙ্গে শ্রেয়সের চওড়া ব্যাটে ভর করে প্রথম ম্যাচে জয় পেল পাঞ্জাব কিংসও।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাটের বিরুদ্ধে শুরু থেকেই ঝড় তোলেন শ্রেয়স। শেষ পর্যন্ত ৪২ বলে অপরাজিত থাকেন ৯৭ রানে। মারেন ৫টি চার ও ৯টি ছক্কা। সেঞ্চুরিও হয়তো পেয়ে যেতেন। কিন্তু শেষবেলায় শশাঙ্ক সিংয়ের ঝড়ে সেটা অবশ্য হল না। যদিও তাতে আফসোস নেই শ্রেয়সের। বরং নিঃস্বার্থভাবে শশাঙ্ককে বলেছিলেন সেঞ্চুরির কথা না ভাবতে।
শশাঙ্ক ১৬ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। ম্যাচের পর তিনি বলেন, "আমি প্রথমে স্কোরবোর্ডের দিকে তাকাইনি। কিন্তু প্রথম বলের পর স্কোরবোর্ডের দিকে তাকিয়ে দিকে শ্রেয়স ৯৭ রানে দাঁড়িয়ে। আমি গিয়ে জিজ্ঞেস করি, এক রান নিয়ে ওকে ব্যাট করতে দেব কি না? কিন্তু শ্রেয়স আমাকে বলে ওর সেঞ্চুরি নিয়ে না ভাবতে। এরকম একটা সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহস লাগে। টি-টোয়েন্টিতে সেঞ্চুরি অত সহজে আসে না। বিশেষ করে আইপিএলে (IPL 2025)। আর শ্রেয়সের এই সিদ্ধান্ত আমাকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে।"
শ্রেয়স আর শশাঙ্কের ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে পাঞ্জাব। জবাবে গুজরাটের শুরুটাও খারাপ হয়নি। সাই সুদর্শন ৪১ রানে ৭৪ রান করেন। অধিনায়ক শুভমান গিল ১৪ বলে ৩৩ রান করেন। তারপর জস বাটলার ও শেরফিন রাদারফোর্ড ঝড় তুললেও গুজরাটকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ১১ রানে জেতে পাঞ্জাব।