shono
Advertisement
Gautam Gambhir

গম্ভীর নীরব, বোর্ডের বাড়তি 'বোনাস' ফেরত দিয়ে ভুল করেছিলেন দ্রাবিড়? প্রশ্ন তুললেন গাভাসকর

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দ্রাবিড় জানিয়েছিলেন বিশ্বজয়ের অতিরিক্ত ‘বোনাস’ নেবেন না।
Published By: Arpan DasPosted: 01:13 PM Mar 26, 2025Updated: 01:35 PM Mar 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপজয় থেকে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়। মাত্র ৮ মাসের ব্যবধানে ভারতের ঝুলিতে জোড়া সাফল্য। প্রথমটির নেপথ্যে যিনি ছিলেন, সেই রাহুল দ্রাবিড় বোর্ডের দেওয়া 'বাড়তি' আর্থিক পুরস্কার নিতে চাননি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী কোচ গৌতম গম্ভীর এখনও সেরকম কিছু ঘোষণা করেননি। সেটা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সুনীল গাভাসকর।

Advertisement

বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরার খেতাব পাওয়া ভারতীয় দলকে ৫৮ কোটি টাকা দেওয়া হবে। টিম ইন্ডিয়ার ১৫ জন ক্রিকেটার তো বটেই, কোচ গৌতম গম্ভীর, তাঁর কোচিং স্টাফের অন্য সদস্য এবং সাপোর্ট স্টাফের সদস্যরাও আর্থিকভাবে পুরস্কৃত হবেন। হেড কোচ গৌতম গম্ভীরকেও দেওয়া হবে ৩ কোটি টাকা। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি টাকা প্রাইজ মানি ঘোষণা করেছিল। সেখানে দ্রাবিড়ের প্রাপ্য ছিল ৫ কোটি টাকা।

কিন্তু দ্রাবিড় জানিয়েছিলেন তিনি বিশ্বজয়ের অতিরিক্ত ‘বোনাস’ নেবেন না। তাঁর সহকারীদের মতো তিনিও আড়াই কোটি টাকা নেবেন। আর সেখানেই প্রশ্ন তুলে দিচ্ছেন গাভাসকর। তাঁর বক্তব্য, "বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য পুরস্কার ঘোষণা করেছে তাও সপ্তাহ খানেক হয়ে গেল। কিন্তু এখনও বর্তমান কোচের থেকে শুনিনি যে তিনিও দ্রাবিড়ের মতো করবেন। নাকি এক্ষেত্রে বলতে হয় যে, দ্রাবিড় আমাদের কাছে আদর্শ নন?"

উল্লেখ্য, গম্ভীরের সহকারীরা সেখানে পাবেন ৫০ লক্ষ টাকা করে। ৩ কোটি পুরস্কার মূল্যের থেকে সেটার থেকে অনেকটাই কম। তাছাড়া, অনেকের মতে এটা একেবারেই গম্ভীরের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে গাভাসকর তাঁকে নিয়ে প্রশ্ন তুললেও বোর্ডের ঘোষণার প্রশংসা করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপজয় থেকে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়। মাত্র ৮ মাসের ব্যবধানে ভারতের ঝুলিতে জোড়া সাফল্য।
  • প্রথমটির নেপথ্যে যিনি ছিলেন, সেই রাহুল দ্রাবিড় বোর্ডের দেওয়া আর্থিক পুরস্কার নিতে চাননি।
  • কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী কোচ গৌতম গম্ভীর এখনও সেরকম কিছু ঘোষণা করেননি। সেটা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সুনীল গাভাসকর।
Advertisement