shono
Advertisement
IPL 2025

আইপিএল ফাইনাল নাটকের যবনিকা পতন মঙ্গলবার, সম্ভাবনা এখনও শেষ হয়নি ইডেনের

মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
Published By: Anwesha AdhikaryPosted: 10:05 AM May 19, 2025Updated: 10:05 AM May 19, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ভারত-পাক সংঘর্ষের ঘটনা এখন অতীত। ফের পুরোদমে শুরু হয়ে গিয়েছে আইপিএল। হাতেগোনা কয়েকজন বাদ দিলে বিদেশি ক্রিকেটারদের সকলেই ফিরে এসেছেন ভারতে। তবে এখনও একটা বিষয় পরিষ্কার হয়নি। আইপিএলের ফাইনাল হবে কোথায়? প্লে অফের বাকি তিন ম্যাচই বা আয়োজন করবে কোন কোন স্টেডিয়াম?

Advertisement

লিগের এই পর্বের সূচিতে ফাইনাল-সহ প্লে অফের চার ম্যাচের দিন ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। তবে ভেন্যু ঠিক হয়নি। নিয়ম অনুযায়ী, কোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটর হওয়ার কথা হায়দরাবাদে। আর কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল হবে ইডেনে। অন্তত লিগের শুরুতে প্রকাশিত সূচিতে এই দুই শহরেই প্লে অফের যাবতীয় ম্যাচ দেওয়া ছিল। কিন্তু ভারত-পাক সংঘর্ষের আবহ শেষে আইপিএল ফের শুরু হয়ে যাওয়ার পরই বদলে যায় পরিস্থিতি। নতুন সূচিতে প্লে অফের ভেন্যু না থাকায় জল্পনা শুরু হয়, ইডেন থেকে সরছে ৩ জুনের ফাইনাল। যার নেপথ্য কারণ হিসাবে উঠে আসছে সেসময় কলকাতায় বর্ষার মরশুম শুরু হয়ে যাওয়ার সম্ভাবনার বিষয়টি।

অবশ্য ফাইনাল বা প্লে অফের কেন্দ্র নিয়ে যাবতীয় জল্পনা শেষ হয়ে যেতে পারে দিন দুয়েকের মধ্যেই। আরও স্পষ্ট করে বললে, মঙ্গলবারই। কারণ ওইদিন আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক হওয়ার কথা। ২০ মে-র ওই বৈঠকেই নকআউট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলে সেদিনই ফাইনাল ইডেন পাচ্ছে কি না, তা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বিসিসিআই আপাতত নজর রাখছে কেন্দ্রীয় জলবায়ু মন্ত্রকের রিপোর্টের উপর। সেখান থেকে প্রতি সাত দিনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, জুনের ১-২ তারিখের মধ্যেই প্রি-মনসুন বা প্রাক্-বর্ষা ঢুকে পড়ার কথা। ফলে পুরো বিষয়টি নতুন করে খতিয়ে দেখবে বোর্ড। ফাইনালের সময় কলকাতায় কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, দেশের অন্যান্য শহরের ক্ষেত্রেই বা এই সম্ভবনা কতটা, সবটাই ফের খতিয়ে দেখবেন বোর্ড কর্তারা। তার ভিত্তিতেই ঠিক করা হবে, অষ্টাদশ আইপিএলের ফাইনাল হবে কোথায়?

অবশ্য ইডেনে যে ফাইনাল হওয়ার কোনও সম্ভাবনা নেই, এমনটাও নয়। অঙ্কের ভাষায় বললে, সম্ভাবনা এখন ৫০-৫০। বিভিন্ন মহল থেকে কথা বলা হচ্ছে বোর্ড কর্তাদের সঙ্গে। সাধারণত ফাইনালের শহরেই কোয়ালিফায়ার ২ আয়োজন করা হয়। একইভাবে কোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটরও হয় একই শহরে। কারণ এই দুই ম্যাচের মাঝে মাত্র একদিনের বিরতি থাকে। ফলে ফাইনাল পাওয়া গেলে যে কোয়ালিফায়ার ২-ও হবে ইডেনে, তা একপ্রকার নিশ্চিত। তাই ফাইনাল কলকাতাতে করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। একান্তই তা সম্ভব না হলে, কোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটর যাতে ইডেন পায়, তা নিয়েও আলোচনা চলছে বোর্ড কর্তাদের সঙ্গে। এবার ইডেনে ঠিক কোন কোন ম্যাচ হবে, তা পরিষ্কার হয়ে যাবে মঙ্গলবারের মধ্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লিগের এই পর্বের সূচিতে ফাইনাল-সহ প্লে অফের চার ম্যাচের দিন ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। তবে ভেন্যু ঠিক হয়নি।
  • বিসিসিআই আপাতত নজর রাখছে কেন্দ্রীয় জলবায়ু মন্ত্রকের রিপোর্টের উপর।
  • ইডেনে যে ফাইনাল হওয়ার কোনও সম্ভাবনা নেই, এমনটাও নয়। অঙ্কের ভাষায় বললে, সম্ভাবনা এখন ৫০-৫০।
Advertisement