shono
Advertisement
Glenn Maxwell

'ও তো হ্যালির ধূমকেতু', পাঞ্জাবের জার্সিতে ব্যর্থ ম্যাক্সওয়েলকে খোঁচা প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের

শনিবার রাজস্থানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সময়ে ২১ বলে ৩০ রানে আউট হয়ে যান তিনি।
Published By: Prasenjit DuttaPosted: 02:03 PM Apr 06, 2025Updated: 02:04 PM Apr 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান রয়্যালসের কাছে ৫০ রানে পরাস্ত হয়েছে পাঞ্জাব কিংস। এরপর কটাক্ষের কাঁটায় বিদ্ধ গ্লেন ম্যাক্সওয়েল। অজি অলরাউন্ডারের দিকে তীব্র সমালোচনার তির ছুড়লেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। ম্যাক্সওয়েলকে 'ক্রিকেটের হ্যালির ধূমকেতু' বলে কটাক্ষ করেছেন তিনি। 

Advertisement

শনিবার রাজস্থানের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই বিপাকে পড়ে পাঞ্জাব। ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে তারা। এরপর ম্যাক্সওয়েল নামলেও সেভাবে কিছু করতে পারেননি। অন্য প্রান্তে নেহাল ওয়াধেরা যখন আক্রমণাত্মক ব্যাটিং করছেন, তখন ম্যাক্সওয়েলকে ছন্দে পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ সময়ে ২১ বলে ৩০ রানে আউট হয়ে যান তিনি। আর এতেই চটেছেন মঞ্জরেকর।

তিনি সম্প্রচারকারী চ্যানেলকে বলেন, "হ্যালির ধূমকেতু সূর্যকে প্রদক্ষিণ করে এবং প্রতি ৭৫ বছরে একবার পৃথিবী থেকে দেখা যায়। ম্যাক্সওয়েলও তেমন। তিনি ৭৫টা ম্যাচে মাত্র একবারই ভালো ইনিংস উপহার দেন। ১৯৮৬ সালে শেষবার হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল। আবার দেখা যাবে ২০৬১ সালে। ব্যাটিংয়ে ম্যাক্সওয়েলের ক্ষেত্রেও একই ঘটনা। গ্লেন ম্যাক্সওয়েল হলেন ক্রিকেটের হ্যালির ধূমকেতু।"

গতবছর মেগা নিলামে ম্যাক্সওয়েলের ৪.২ কোটি টাকায় কিনে নেয় পাঞ্জাব। তবে চলতি আইপিএলে এখনও চেনা ছন্দে পাওয়া যায়নি তাঁকে। গুজরাট টাইটান্সের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছিলেন। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁর ব্যাট কথা বলেনি। তিন ম্যাচে করেছিলেন মাত্র ৩৯। আর রাজস্থানের বিরুদ্ধেও ছ'নম্বরে ব্যাটিং করতে নেমে ডাহা ফেল করলেন। সেই কারণে এখন তাঁর সমালোচনা চলছে। তবে মঞ্জরেকরের সঙ্গে সম্পূর্ণ একমত নন নভজ্যোৎ সিং সিধু। তিনি বলেন, '২৫টি ম্যাচে একবার ভালো খেলে ম্যাক্সওয়েল।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজস্থান রয়্যালসের কাছে ৫০ রানে পরাস্ত হয়েছে পাঞ্জাব কিংস।
  • এরপর কটাক্ষের কাঁটায় বিদ্ধ গ্লেন ম্যাক্সওয়েল।
  • অজি অলরাউন্ডারকে তীব্র সমালোচনায় ভরিয়ে দিয়েছেন সঞ্জয় মঞ্জরেকর।
Advertisement