shono
Advertisement

সিরাজের আবদারে সানরাইজার্সের মাঠেও 'ঘরের সুবিধা' গুজরাটের! রহস্য ফাঁস করলেন শুভমান

সানরাইজার্স ম্যাচে পেয়েছেন মাত্র ১৭ রানে চার উইকেট।
Published By: Prasenjit DuttaPosted: 07:58 PM Apr 07, 2025Updated: 07:58 PM Apr 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদে নিজের ঘরের মাঠে খেলতে নেমেছিলেন সিরাজ। ম্যাচ দেখতে হাজির ছিল তারকা পেসারের পুরো পরিবার। এসেছিলেন অনেক বন্ধুবান্ধবও। তাঁদের সামনেই সানরাইজার্স ম্যাচে পেয়েছেন মাত্র ১৭ রানে চার উইকেট। তাঁর এই পারফরম্যান্সে খুশি সিরাজ। গুজরাট অধিনায়ক শুভমান গিলও খুশি। তাঁর সঙ্গে হাসিঠাট্টায় মেতে উঠতে দেখা গিয়েছে সিরাজকে।

Advertisement

শুভমানকেও মজা করতে দেখা যায়। ম্যাচের পর মশকরা করে তিনি বলেন, "সিরাজ তো ওর পরিবার ও বন্ধুবান্ধবদের জন্য ৬০-৭০টা টিকিট চেয়েছিল।" অন্যদিকে সিরাজ বলেন, "পরিবার, বন্ধুবান্ধবদের সামনে খেলাটা একদম অন্যরকম অনুভূতি। যা ভাষায় প্রকাশ করা কঠিন। পরিবারের সবাই আসলে আমাকে দেখতেই আসে। খেলা দেখাটা তাদের কাছে গৌণ। তাদের সামনে নিজেকে এভাবে মেলে ধরতে পেরে সত্যিই ভালো লাগছে।"

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছিলেন জাতীয় দলের নিয়মিত সদস্য হয়েও। ব্যাপারটা মন থেকে মেনে নিতে পারেননি তিনি। ম্যাচের পর পুরস্কার প্রদান মঞ্চে এসে তিনি বলেন, “একটা সময়ে আমি হজমই করতে পারতাম না যে জাতীয় দল থেকে বাদ পড়েছি। তবে মনের জোর হারাইনি। নিজের ফিটনেস, বোলিং - সবকিছু নিয়েই অনেক খেটেছি। যা ভুল হচ্ছিল, সেগুলো ঠিক করেছি। তবে এখন নিজের বোলিং দারুণ উপভোগ করছি। আসলে পেশাদার ক্রিকেটার হিসাবে টানা অনেকটা সময় জাতীয় দলে থাকার পর বাদ পড়েছিলাম। তাই বিষয়টা নিয়ে নিজের উপরেও সন্দেহ তৈরি হয়। তবে আইপিএলকে পাখির চোখ করে নিজেকে প্রস্তুত করেছি।”

কঠোর পরিশ্রম করেই আইপিএলের মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন। চার ম্যাচে ৯ উইকেট নিয়ে বেগুনি টুপির লড়াইয়ে তিনি। চলতি আইপিএলে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে সিরাজ। শীর্ষস্থানে সিএসকে'র নূর আহমেদ। আপাতত সেসব ছাপিয়ে গুজরাটকে জয় এনে দেওয়ারই লক্ষ্য থাকবে তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হায়দরাবাদে নিজের ঘরের মাঠে খেলতে নেমেছিলেন সিরাজ।
  • ম্যাচ দেখতে হাজির ছিল তারকা পেসারের পুরো পরিবার।
  • এসেছিলেন অনেক বন্ধুবান্ধবও।
Advertisement