সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঝামেলায় জড়ালেন দিগ্বেশ রাঠি (Digvesh Rathi)। এর আগে দু'বার নোটবুক সেলিব্রেশন করে জোড়া শাস্তির কবলে পড়েছিলেন। গুনতে হয়েছিল মোটা অঙ্কের জরিমানা। যদিও সেই 'ভুল' থেকে যে তিনি শিক্ষা নেননি, তা সোমবারের ম্যাচ থেকে পরিষ্কার। সানরাইরার্স ম্যাচে তিনি যে কাজ করলেন, তার জন্যও লখনউ স্পিনারকে শাস্তি পেতে হতে পারে। যদিও এক্ষেত্রে কিন্তু বিপক্ষ ব্যাটারও পালটা দিয়েছেন। ঠিক কী ঘটেছে?
সোমবার 'মাস্ট উইন' ম্যাচে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। প্লে অফের লড়াইয়ে থাকলে গেলে হায়দরাবাদকে হারানো ছাড়া অন্য উপায় ছিল না তাদের কাছে। প্রথমে ব্যাট করে সানরাইরার্সের সামনে ২০৬ রানের লক্ষ্য রাখে লখনউ। জবাবে ব্যাট করতে নেমে ভয়ংকর হয়ে ওঠেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। অষ্টম ওভারে মারমুখী অভিষেককে ফেরান দিগ্বেশ। বিতর্কের সূত্রপাত এরপরেই।
অভিষেককে আউট করে প্রথমে তাঁকে 'টাটা' করে ডাগআউটের পথ দেখান দিগ্বেশ। এরপর ছোট্ট করে নোটবুক সেলিব্রেশনও করতে দেখা যায় তাঁকে। তবে ঝামেলার শেষ এখানেই নয়। অভিষেক যখন ফিরে যাচ্ছিলেন, সেই সময় তাঁকে কিছু বলেন লখনউ স্পিনার। এরপর মাথা ঠান্ডা রাখতে পারেননি ২৪ বছরের ব্যাটার।
তিনি এগিয়ে আসেন দিগ্বেশের দিকে। এরপর তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দুই ক্রিকেটার। সোশাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এই ভিডিও। সেখানে অভিষেককে বলতে শোনা যায়, 'তেরি চটি পাকাড় কে মারুঙ্গা'। অর্থাৎ, তোমার চুলের মুঠি ধরে মারব। কথা কাটাকাটি এতটাই চরমে ওঠে যে, আম্পায়ার এবং সতীর্থরা পর্যন্ত হস্তক্ষেপ করতে বাধ্য হন। প্রসঙ্গত, লখনউয়ের দেওয়া লক্ষ্য ১৮.২ ওভারেই তুলে নেয় হায়দরাবাদ। ম্যাচ হেরে প্লে অফে যাওয়ার সম্ভাবনা আর রইল না এলএসজি'র।
