সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না তাঁর। রবিবার সানরাইজার্স ম্যাচে দিয়েছেন ৪ ওভারে ৫৩ রান। যা তাদের মোট রানের প্রায় ৩০ শতাংশ। তার উপর বড়সড় জরিমানার খাঁড়া নেমে এল গুজরাট পেসার ইশান্ত শর্মার (Ishant Sharma)। খেলা শেষ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর আইপিএল (IPL 2025) কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ কথা ঘোষণা করে।
আচরণবিধি লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়েছে গুজরাট টাইটান্স বোলার ইশান্ত শর্মাকে। আইপিএল কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের জন্য ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে তাঁর। তাছাড়াও তাঁকে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
বিবৃতিতে বলা হয়েছে, 'সানরাইজার্স ম্যাচে আইপিএল কোড অফ কন্ডাক্টের লেভেল ১-এর অধীনে অপরাধ করেছেন ইশান্ত শর্মা। আর্টিকেল ২.২-এর সঙ্গে সম্পর্কিত এই অপরাধ। অপরাধ স্বীকার করেছেন তিনি। ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনেও নিয়েছেন। এক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাধ্যতামূলক।'
কী রয়েছে কোড অফ কন্ডাক্টের ২.২ ধারায়? অক্রিকেটীয় কোনও আচরণ এই ধারায় গ্রহণযোগ্য নয়। যেমন উইকেটে আঘাত বা লাথি মারা, অসংযত আচরণ করা, মাঠ বা ড্রেসিংরুমের কোনও সরঞ্জামের ক্ষতি করা, বিজ্ঞাপন বোর্ড ভেঙে ফেলা ইত্যাদি গ্রহণযোগ্য নয় এই ধারায়। প্রশ্ন উঠছে, তাহলে কি কারওর সঙ্গে খারাপ আচরণ করেছেন এই পেসার? না কি কিছু ভাঙচুর করেছেন? এ ব্যাপারে কোনও কিছুই স্পষ্ট বলা যাচ্ছে না। কারণ ইশান্ত কী ভুল করেছেন, তার কোনও পরিষ্কার উল্লেখ নেই আইপিএলের জারি করা প্রেস রিলিজে। উল্লেখ্য, ইশান্তের খারাপ দিন গেলেও জয়ের হ্যাটট্রিক করেছে গুজরাট টাইটান্স। লিগ টেবিলে তারা এখন দ্বিতীয় স্থানে।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৫ জনের শাস্তি হয়েছে। শাস্তির কারণ ভিন্ন হলেও ইশান্ত ছাড়াও লখনউয়ের স্পিনার দিগ্বেশ রাঠি, মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া, রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ এবং লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থও পড়েছেন জরিমানার কবলে।