সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের ইংরেজি বলার দক্ষতা নিয়ে প্রায়ই সমালোচনা হয়। তাঁর একাধিক 'ভুল' ইংরেজি বলার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। এবার তার পালটা দিলেন পাক অধিনায়ক। তাঁর সাফ বক্তব্য, ইংরেজি বলতে পারেন না, এই নিয়ে তাঁর কোনও লজ্জা নেই। কারণ তাঁর প্রধান কাজ ক্রিকেট খেলা, ইংরেজি বলা নয়।

শুক্রবার থেকে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ। রিজওয়ান সেখানে মুলতান সুলতানের অধিনায়ক। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের জার্সিতে একেবারেই ভালো ফর্মে নেই তিনি। পিএসএলে ফর্মে ফেরার লড়াই চলবে। তার মধ্যেই ছুটে এল ইংরেজি বলার দক্ষতা নিয়ে প্রশ্ন।
যার উত্তরে রিজওয়ান যথেষ্ট ক্ষুব্ধ স্বরেই বলেন, "সোশাল মিডিয়ায় কে কী বলল, তাতে আমার কিচ্ছু যায়ে আসে না। আমি যা বলি, মন থেকে বলি। তার জন্য আমি গর্বিত। আমি ইংরেজি জানি না। এটা ঠিক যে আমি যথেষ্ট পড়াশোনা করিনি। পাকিস্তানের অধিনায়ক হয়েও আমি ইংরেজি বলতে পারি না, তার জন্য আমি বিন্দুমাত্র লজ্জিত নই।"
কেন তিনি 'লজ্জিত' নন, সেটাও ব্যাখ্যা করেছেন। রিজওয়ানের বক্তব্য, "আমি ক্রিকেট খেলতে এসেছি। ইংরেজি বলতে আসিনি। আমি ইংরেজি শিখতে পারি না বলে লজ্জিত নই। তবে হ্যাঁ, আমার আফসোস আছে সেই জন্য। নতুন ক্রিকেটারদেরও বলি, ইংরেজি শেখো। পাকিস্তান ক্রিকেট টিম যদি বলে ভালো করে ইংরেজি শেখো, তাহলে ক্রিকেট ছেড়ে প্রফেসর হয়ে যেতাম। কিন্তু আমার কাছে সেই জন্য সময় নেই।"