shono
Advertisement
Jasprit Bumrah

'আমি আছি তো', বিধ্বংসী ইয়র্কারের আগে মুম্বই শিবিরকে আশ্বাস আত্মবিশ্বাসী বুমরাহর

Jasprit Bumrah এলেন, উইকেট নিলেন, ম্যাচের রং বদলে দিলেন।
Published By: Arpan DasPosted: 11:51 AM May 31, 2025Updated: 02:06 PM May 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যতক্ষণ আছেন, ততক্ষণ দলের জয়ের আশা বেঁচে থাকে। সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা আইপিএলের (IPL 2025) ম্যাচ। গুজরাটের বিরুদ্ধেও এলিমিনেটরে তার ব্যতিক্রম হল না। বুমরাহ এলেন, উইকেট নিলেন, ম্যাচের রং বদলে দিলেন। বলা যায়, বুমরাহর এক ওভারেই ম্যাচ পকেটে পুরে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

অথচ মুম্বইয়ের হাত থেকে ম্যাচ বেরই করে নিয়েছিলেন সাই সুদর্শন। যোগ্য সঙ্গ দিচ্ছিলেন ওয়াশিংটন সুন্দর। দুজনের জুটিতে ওঠে ৮৪ রান। মনে হচ্ছিল, ২২৯ রানের লক্ষ্য টপকে দ্বিতীয় কোয়ালিফায়ারে যাওয়া কঠিন হবে না গুজরাটের। কিন্তু বুমরাহ তো আছেন। ওভারের আগে দেখা যায় মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনের সঙ্গে কথা বলছেন তিনি।

শব্দ হয়তো শোনা গেল না। কিন্তু বুমরাহ (Jasprit Bumrah) দু'হাত দিয়ে বুঝিয়ে দিলেন 'আমি আছি তো'। হিন্দি ধারাভাষ্যকারও বললেন, "বুমরাহ যেন বলছেন, চিন্তা কোরো না। কী করতে হবে আমি ভালো করেই জানি। আমি আছি তো। আমাকে শুধু বল করতে দাও।" তার মধ্যেই দেখা যায় মুম্বইয়ের ব্যাটিং কোচ কায়রন পোলার্ডের সঙ্গে কথা বলছেন বুমরাহ।

মুম্বই বোলার এসেই ম্যাচের গতি বদলে দিলেন। বিধ্বংসী ইয়র্কারে সুন্দরকে চিৎপাত করে দিয়ে উইকেট ছিটকে দিলেন। সেই ওভারে দিলেন মাত্র চার রান। ১৮ তম ওভারে এসে দিলেন ৯ রান। ম্যাচের পর অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াও বলেন, "যখনই মনে হবে ম্যাচ হাতের বাইরে চলে যাচ্ছে, তখনই ওকে নিয়ে আসুন। বুমরাহ হল মুম্বইয়ের বাড়ির মতো। খুব দামি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিনি যতক্ষণ আছেন, ততক্ষণ দলের জয়ের আশা বেঁচে থাকে। সেটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা আইপিএলের ম্যাচ।
  • গুজরাটের বিরুদ্ধেও এলিমিনেটরে তার ব্যতিক্রম হল না।
  • বুমরাহ এলেন, উইকেট নিলেন, ম্যাচের রং বদলে দিলেন। বলা যায়, বুমরাহর এক ওভারেই ম্যাচ পকেটে পুরে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
Advertisement