রাজর্ষি গঙ্গোপাধ্যায়: মেগা নিলামে তাঁকে ৭৫ লক্ষ টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও আইপিএল শুরু হওয়ার এক সপ্তাহ আগে চোটের জন্য ছিটকে যেতে হয় উমরান মালিককে। তাঁর জায়গায় যোগ দেন চেতন সাকারিয়া। যদিও আইপিএল যখন মধ্যগগনে, তখনই কাশ্মীরের এই তারকা পেসার ফিরে এসেছেন নাইট শিবিরে।
শনিবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের সঙ্গে ম্যাচ রয়েছে কেকেআরের। জম্মু-কাশ্মীরের গুজ্জর নগরের উমরান তার আগে সময় দলে যোগ দিয়েছেন। এনসিএ থেকে তাঁকে ইতিমধ্যেই ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, সরকারিভাবে দলে যোগ দিলেও তাঁকে কি খেলতে দেখা যাবে? প্রথমত, আগেই ঘোষণা করা হয় চলতি আইপিএলে চোটের কারণে আর খেলবেন না উমরান। অন্যদিকে, চেতন সাকারিয়া তাঁর বদলি হিসেবে দলেই রয়েছেন। তাই উমরানের জন্য কোনও জায়গা নেই।
প্রসঙ্গত, টিম ম্যানেজমেন্ট, ডোয়েন ব্র্যাভো, কেকেআর সিইও বেঙ্কি মাইসোর নাইট দলের সঙ্গে উমরান মালিককে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। লক্ষ্য, দলের সঙ্গে থেকেই তিনি যেন রিহ্যাব করতে পারেন। বৃহস্পতিবার, ইডেনে হাফ রানআপে বল করতে দেখা যায় তাঁকে। যদিও আজ ফুল রানআপেই বল করেছেন উমরান।
এর আগে হায়দরাবাদে ছিলেন উমরান। ঘণ্টায় ১৫৭ কিলোমিটার গতিতে বল করে চর্চায় এসেছিলেন। তবে চোট সমস্যা বারবার ভুগিয়েছে তাঁকে। জাতীয় দলে সুযোগ পেলেও নিয়মিত হতে পারেননি। গোড়ালিতে চোট পাওয়ায় ঘরোয়া ক্রিকেটেও সেভাবে খেলতে পারেননি। সেই উমরানকে আবার ফিরিয়ে প্রশংসা আদায় করে নিয়েছে কেকেআর।
