সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে হার সামলে রাজস্থানের বিরুদ্ধে জয়ে ফিরেছে কেকেআর। সামনে মুম্বই ইন্ডিয়ান্স। সেটা আবার ওয়াংখেড়েতে। এই পরিস্থিতিতে নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের দিকে ধেয়ে এল পিচ সংক্রান্ত প্রশ্ন। যেখানে তিনি স্পষ্টতই 'হোম অ্যাডভান্টেজে'র পক্ষে সওয়াল করলেন।

ইডেনে প্রথম ম্যাচে আরসিবির কাছে হারতে হয়েছিল। তারপর থেকেই শুরু হয়েছে পিচ বিতর্ক। অনেকেরই মতে, ইডেনে যথেষ্ট 'হোম অ্যাডভান্টেজ' পাচ্ছে না কেকেআর। কিন্তু বিসিসিআই নির্দেশিকার প্রসঙ্গ টেনে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, 'হোম অ্যাডভান্টেজে'র প্রশ্নই ওঠে না।
আর নাইটদের কোচ? তিনি কী বলছেন? চন্দ্রকান্ত পণ্ডিতের বক্তব্য, "কোচ বা ম্যানেজমেন্ট হিসেবে আমাদের বক্তব্য, যে পিচেই খেলতে দেওয়া হোক না কেন, আমরা খেলব। বিষয়টার নিয়ন্ত্রণ তো আমাদের হাতে নেই। সেটা ঠিক করবেন কিউরেটর। কিন্তু এই পরিস্থিতিতে আমরা শুধু আগামীকালের মুম্বই ম্যাচ নিয়েই ভাবছি। যেটা আমাদের হাতে আছে সেটা নিয়েই ভাবছি। কালকের ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ঘরের মাঠের সুবিধা পেলে কার না ভালো লাগে?"
তিনি আরও বলেন, "সম্ভবত অন্য দলগুলো পিচ তৈরিতে কিছুটা নিয়ন্ত্রণ দেখাতে পারে। আমি জানি না বিভিন্ন রাজ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো কোন পদ্ধতি অনুসরণ করে। কিন্তু এই মুহূর্তে আমরা যে পিচ পাচ্ছি, দল হিসেবে আমরা কিছুটা সাহায্য চাই। এটুকুই বলার।"
অবশ্য পিচের কথা যখন উঠলই, তখন বলা যায় নাইট রাইডার্সের অধিনায়কের নাম 'মুম্বইকর' অজিঙ্ক রাহানে। ওয়াংখেড়েতে নামার ক্ষেত্রে সেই জন্য কি কোনও সুবিধা পাবে কেকেআর? রাহানের ভূয়সী প্রশংসা করে পণ্ডিত বলছেন, "আমি আর রাহানে মুম্বইয়ে দীর্ঘদিন খেলেছি। এখানকার পরিস্থিতি কীরকম হয়, সেই সম্বন্ধে ধারণা আছে। রাহানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। ওর ব্যাটিং আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। রাহানের দীর্ঘ অভিজ্ঞতা আছে। ও জানে ঠান্ডা মাথায় কীভাবে পরিস্থিতি সামলাতে হয়।"
কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সেও যে একাধিক মুম্বইকর রয়েছেন। তার মধ্যে রোহিত শর্মা অবশ্য ফর্মে নেই। মুম্বইও টানা দুই ম্যাচ হেরেছে। নাইট কোচ বলছেন, "রোহিতের দুর্বলতা নিয়ে আমার কিছু বলারই নেই। কিন্তু বিপক্ষ হিসেবে আমি চাইব ও যাতে পারফর্ম না করতে পারে।" সেই সঙ্গে তিনি জানিয়েছেন নারিন সম্পূর্ণ ফিট। রবিবারও দলের সঙ্গে অনুশীলন করেছে।