shono
Advertisement
IPL 2025

'আত্মবিশ্বাসটাই নেই', গুজরাটের কাছে হেরে ব্যাটারদের তোপ নাইট মেন্টর ব্র্যাভোর

বোলারদের কোনও দোষ দেখছেন না ব্র্যাভো।
Published By: Arpan DasPosted: 03:40 PM Apr 22, 2025Updated: 04:40 PM Apr 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হারতে হারতে কার্যত দেওয়ালে পিঠ ঢেকে গিয়েছে কেকেআরের (KKR)। প্লে অফের স্বপ্ন ক্রমশ দূরে সরে যাচ্ছে। এই অবস্থায় কামব্যাক করতে যে মানসিকতা দরকার, সেটারই যেন বড্ড অভাব নাইট শিবিরে। কোথায় হুঙ্কার শোনা যাবে, তা নয়। কেকেআরের মেন্টর ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) এসে বললেন, ব্যাটাররা নাকি আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন।

Advertisement

৮ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নাইট রাইডার্সের। লিগ টেবিলে পড়ে আছে সপ্তম স্থানে। ঘরের মাঠ ইডেনে গুজরাটের বিরুদ্ধে ৩৯ রানের ধাক্কায় বেসামাল নাইট ব্রিগেড। রান তাড়া করব বলে নেমে এক অঙ্গকৃষ ছাড়া কারও স্ট্রাইক রেট ১৫০-র উপর নয়। কখনও দেখে মনেই হয়নি, দলটা ১৯৯ রান তাড়া করতে নেমেছে।

সেটা স্বীকার করে নিচ্ছেন ব্র্যাভোও। কিন্তু কেন এই দুরবস্থা? নাইট মেন্টরের বক্তব্য, "আমরা ভালো ব্যাট করতে পারিনি। এটাই বাস্তব। রাসেল শুধু একা সমস্যায় পড়েনি। আমাদের এখন মানসিকভাবে একাগ্র হতে হবে। কিন্তু আইপিএল এমন একটা টুর্নামেন্ট, যেখানে শুরুটা ভালো না হলে আত্মবিশ্বাসে ভাঁটা পড়ে। আমাদের ক্ষেত্রে সেটাই হচ্ছে।"

ব্যাটারদের সমালোচনা করলেও বোলারদের প্রশংসা করেছেন ব্র্যাভো। তাঁর মতে, "বোলারদের নিয়ে কোনও অভিযোগ নেই। আমার মতে, বোলাররা ভালো খেলছে। খুবই উন্নতি করছে। কিন্তু মিডল অর্ডারে আমরা ভালো ব্যাট করতে পারছি না। সেটা ঠিক করতে হবে।" তবে টসে জিতে কেন রাহানে রান তাড়ার সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। যদি ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের অভাব এবং বোলিং ভালো হয়, তাহলে বল নেওয়াই তো উচিত ছিল। এরকমই মনে করছেন অনেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হারতে হারতে কার্যত দেওয়ালে পিঠ ঢেকে গিয়েছে কেকেআরের। প্লে অফের স্বপ্ন ক্রমশ দূরে সরে যাচ্ছে।
  • এই অবস্থায় কামব্যাক করতে যে মানসিকতা দরকার, সেটারই যেন বড্ড অভাব নাইট শিবিরে। কোথায় হুঙ্কার শোনা যাবে, তা নয়।
  • কেকেআরের মেন্টর ডোয়েন ব্র্যাভো এসে বললেন, ব্যাটাররা নাকি আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন।
Advertisement