সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবে মুখ থুবড়ে পড়বে গোটা দল, বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। আর শুধু হার তো নয়, আইপিএলের ইতিহাসে লজ্জার ইতিহাসের সাক্ষী থাকল নাইট রাইডার্স। এর আগে এত কম রান করে আর কোনও দল জেতেনি। মুলানপুরে রাহানেদের বিরুদ্ধে সেই অবিশ্বাস্য কাণ্ডটাই করল পাঞ্জাব কিংস।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততে হলে ২০ ওভারে করতে হত মাত্র ১১২ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে নেহাতই জলভাতের মতো ব্যাপার। কিন্তু এই ক'টা রানই যে নাইটদের কাছে পাহাড় প্রমাণ হয়ে উঠবে কে জানত! ১১২ রান তাড়া করতে গিয়ে কেকেআর অলআউট হল ৯৫ রানে! অবাক হবেন না। এটাই মঙ্গলবার রাতে মুলানপুরের বাস্তব চিত্র।
আইপিএলের ইতিহাসে এটাই সবচেয়ে কম রান করে জেতা। এর আগে ২০০৯ সালে চেন্নাই সুপার কিংস ১১৬ রান করেও জিতেছিল। এছাড়া ২০১৮-তে সানরাইজার্স হায়দরাবাদ জিতেছিল ১১৮ রান করে। মুলানপুরে লজ্জার সব রেকর্ড ভেঙে দিলেন নাইটরা।
ম্যাচের পর হতবাক রাহানে বলছিলেন, "কী বলব বলুন। এখানে কী ঘটছে তা সবাই দেখেছেন। এই হারের কোনও ব্যাখ্যা নেই। এই ব্যর্থতার দায় আমার। নিজে বাজে শটে আউট হয়েছি। কুৎসিত ব্যাটিং করেছি আমরা। গোটা ব্যাটিং বিভাগ ব্যর্থ। এই হারের দায় সবাইকে নিতে হবে। এই পিচে বোলাররা চমৎকার পারফর্ম করেছে। পাঞ্জাবের মতো দলকে ওরা ১১১ রানে আটকে দিয়েছিল। তারপরও আমরা হেরেছি।"
তিনি আরও জানিয়েছেন যে, এই পরিস্থিতিতে মস্তিষ্ক শীতল রাখাটা জরুরি। তাঁর বক্তব্য, “ইতিবাচক মানসিকতা ধরে রাখাটা জরুরি। কারণ, টুর্নামেন্টের এখনও অনেক পথ চলা বাকি আছে। ব্যর্থতার মোকাবিলা করাটা দরকার। আমাদের সামনে তাকাতে হবে।"