সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর উত্থানটা ছিল চমকে দেওয়ার মতো। ঘণ্টায় ১৫৬.৭ কিমি বেগে বল করে প্রচারের আলোয় চলে আসেন এই পেসার। ময়ঙ্ক যাদব। আপাতত চোট সারানোর চেষ্টা করছিলেন। ক্রমে 'হাসপাতালে' পরিণত হওয়া লখনউ সুপার জায়ান্টস দলে ফিরে হাল ধরার কথা ছিল তাঁর। কিন্তু ফের চোট পেয়ে তাঁর প্রত্যাবর্তন আরও বেশ কিছুদিন পিছিয়ে যেতে বসেছে।

জানা গিয়েছে, আরও প্রায় দু'সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। বিছানার পায়ায় লাথি মেরে বসেন তিনি। তাই সুস্থ হওয়ার প্রক্রিয়ায় থাকা ময়ঙ্ক ফের একবার চোট পেয়ে বসলেন। সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অষ্টাদশ আইপিএলে মাঠে নামতে চলেছে লখনউ সুপার জায়ান্টস। তার আগে লখনউ দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার সংবাদমাধ্যমকে বলেন, "সুস্থই হয়ে উঠছিল ময়ঙ্ক। কিন্তু বিছানার পায়ায় লাথি মেরে বসেন। পায়ের পাতায় আঘাত লেগেছে। কেটে গিয়ে আঙুলে হয়েছে সংক্রমণ। ওর সুস্থ হতে আরও দু'সপ্তাহ সময় লাগতে পারে।''
ময়ঙ্ক কতটা সুস্থ হয়ে উঠেছে, সেই প্রসঙ্গে ল্যাঙ্গারের সংযোজন, ''ও কিন্তু মোটামুটি প্রস্তুতই রয়েছে। নিয়মিত ওর বোলিংয়ের ভিডিও দেখি। গতকালই একটি ভিডিও দেখেছি। আশা করি টুর্নামেন্টের শেষের দিকে পুরোপুরি ফিট হয়ে উঠবে ময়ঙ্ক।''
মহসিন খান ছিটকে গিয়েছিলেন আগেই। তাঁর চোট সম্পর্কে লখনউ কোচ বলছেন, "মহসিন ওর রিহ্যাবের সময় ছোট কাফ ইনজুরিতে পড়েন। ইতিমধ্যেই আমাদের চারজন বাইরে। কিন্তু দুর্ভাগ্যবশত ওকে নিয়ে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হল। তবে মনে হয়, আভেশ খান আগামিকাল সকালের মধ্যেই এনসিএ-র কাছ থেকে খেলার ছাড়পত্র পেয়ে যাবেন। আকাশ দীপও প্রস্তুত। এখন তো ভালোই দৌড়াচ্ছে। ৯০ শতাংশ সুস্থ হয়ে উঠেছে আকাশ। খুব দ্রুত ও মাঠে নামতে পারবে।''