সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের মহারণে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। সেখানে ওয়াংখেড়েতে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। আর তারপরই গণ্ডগোল। প্রথম একাদশ জানাতে গিয়ে ভুলে গেলেন সতীর্থের নাম। একটু সময় মনে করে তবে জানালেন অভিষেক ঘটছে অশ্বনী কুমারের। এদিন তাদের প্রথম একাদশে নেই রোহিত শর্মা। সম্ভবত ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হবে তাঁকে। অন্যদিকে নাইটদের দলে প্রত্যাবর্তন ঘটছে সুনীল নারিনের।

এর আগের দুটি ম্যাচে প্রথমে ব্যাট করেছিল মুম্বই। সেখানে ওপেন করেছিলেন রোহিত শর্মা। প্রথম ম্যাচে তাঁকে ইমপ্যাক্ট সাব হিসেবে বসিয়ে দেওয়া হয়। যদিও দুটি ম্যাচেই রান পাননি হিটম্যান। কিন্তু তাঁকে একেবারে বাদ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে তিনি এদিন কেমন খেলেন সেদিকে নজর থাকবে। অন্যদিকে প্রথম ম্যাচে সাড়া ফেলে দেওয়া ভিগ্নেশ পুথুর ফের দলে ফিরছেন।
নাইটদের দলেও প্রত্যাবর্তন ঘটছে সুনীল নারিনের। রাজস্থান ম্যাচে চোটের জন্য খেলেননি তিনি। তবে এই ম্যাচে নারিন যে খেলবেন, সেটা একপ্রকার নিশ্চিতই ছিল। তাঁর সঙ্গে ওপেনে কুইন্টন ডি'কক। যিনি আগের ম্যাচে ৯৭ রানে অপরাজিত ছিলেন। এমনিতে ওয়াংখেড়েতে নাইট রাইডার্সের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। সেই পরিসংখ্যান বদলাতে দুই ওপেনারের ব্যাট চলাটা জরুরি।
টসে জিতে হার্দিকের বক্তব্য, শিশিরের সম্ভাবনা আছে। তাই রান তাড়া করতে চান। দু'টি ম্যাচ হেরে যথেষ্ট চাপে মুম্বই। এই ম্যাচ থেকেই ভাগ্য বদলাতে চান হার্দিক। অন্যদিকে রাহানেও বলছেন, প্রথমে বল করতে চেয়েছিলেন। তবে নাইটদের বোলিং বিভাগ যথেষ্ট শক্তিশালী। ফলে মুম্বইকে হারাতে পারবেন বলে আত্মবিশ্বাসী রাহানে।