shono
Advertisement
IPL 2025

ঘোষিত আইপিএলের দ্বিতীয় দফার সূচি, কবে-কোথায় হবে ম্যাচ?

ফাইনাল কবে?
Published By: Arpan DasPosted: 10:37 PM May 12, 2025Updated: 11:02 PM May 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক যুদ্ধের আবহে বন্ধ হয়েছিল আইপিএল। তবে দ্বিতীয় দফা যে এক সপ্তাহের মধ্যে শুরু হবে, সেটা একপ্রকার নিশ্চিত ছিল। সোমবার রাতে ঘোষিত হল আইপিএলের দ্বিতীয় দফার সূচি। লিগ পর্যায়ের ১২টি ম্যাচ ছাড়াও প্লে অফ ও ফাইনাল বাকি ছিল। কবে কোথায় হবে সেগুলি?

Advertisement

এক সপ্তাহের বিরতি মেনেই আগামী ১৭ মে টুর্নামেন্ট শুরু হবে। সেক্ষেত্রে ফাইনাল হবে ৩ জুন। যেটা হওয়ার কথা ছিল ২৫ মে। প্রথম কোয়ালিফায়ার হবে ২৯ মে। এলিমিনেটর ৩০ মে। দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন। নতুন সূচি অনুযায়ী ৬টি ভেন্যুতে সব ম্যাচগুলি হবে। দ্বিতীয় দফায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে আরসিবি ও কেকেআর। সেই ম্যাচটি হবে বেঙ্গালুরুতে। এছাড়া জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বই, আহমেদাবাদে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলি হবে। তবে এলিমিনেটর, প্লে অফ ও ফাইনাল কবে হবে, সেটা এখনও জানানো হয়নি।

উল্লেখ্য, ৮ মে ধরমশালায় মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। কিন্তু পাকিস্তানের হামলার আশঙ্কায় ব্ল্যাকআউট করে দেওয়া হয় ধরমশালা। এরপরই ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয়। এই ম্যাচটি হবে ২৪ মে। দুটি রবিবার অর্থাৎ ১৮ মে রাজস্থান-পাঞ্জাব এবং ২৫ মে গুজরাট-চেন্নাই, ডবল হেডারে এই দুটি ম্যাচ হবে সাড়ে তিনটে থেকে। বাকি সব ম্যাচ সাড়ে সাতটায়।

দিল্লি-পাঞ্জাব ম্যাচ বাতিল হওয়ার পরই টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণ করতে জরুরি বৈঠকে বসে গভর্নিং কাউন্সিল। সেই বৈঠকেই ঠিক করা হয় আপাতত মেগা টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হবে।

আইপিএল স্থগিত হওয়ার পর অধিকাংশ বিদেশি ক্রিকেটারই নিরাপদে দেশে ফিরে যান। তবে অনেকে ভারতে থেকেও গিয়েছেন। শোনা যাচ্ছে বোর্ড থেকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, মঙ্গলবারের মধ্যে বিদেশি ফিরিয়ে আনতে। এর আগে অনেক বিদেশি ক্রিকেটারই ভারতে ফেরা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে লাগাতার আঘাতে পাকিস্তান বিপর্যস্ত হয়েছে। ঘোষণা হয়েছে যুদ্ধবিরতিও। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণও দেশবাসীকে আশ্বস্ত করেছে। ফলে আইপিএল শুরু করতে আর কোনও বাধা নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত পাক যুদ্ধের আবহে বন্ধ হয়েছিল আইপিএল।
  • তবে দ্বিতীয় দফা যে এক সপ্তাহের মধ্যে শুরু হবে, সেটা একপ্রকার নিশ্চিত ছিল।
  • সোমবার রাতে ঘোষিত হল আইপিএলের দ্বিতীয় দফার সূচি। লিগ পর্যায়ের ১২টি ম্যাচ ছাড়াও প্লে অফ ও ফাইনাল বাকি ছিল।
Advertisement