সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব কিংসে শ্রেয়স আইয়ার আসার পর থেকে দলটার খোলনলচেই যেন বদলে গিয়েছে। এই শ্রেয়সই গত বার ছিলেন কেকেআর অধিনায়ক। তাঁর অধিনায়কত্বে নাইটরা আইপিএল চ্যাম্পিয়ন হয়। যদিও শিরোপা জয়ী অধিনায়ককেই নাইট কর্তৃপক্ষ মহা নিলামে ধরে রাখেনি। এবার দল বদলে তিনি পাঞ্জাব কিংসে। এখানেও তিনি অধিনায়ক। আর তাঁর ছোঁয়ায় বদলে গিয়েছে পাঞ্জাব। শ্রেয়সের প্রতি কি 'অবিচার' হয়েছে? এই প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর।
ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেন, "২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। শ্রেয়স ওই দলের ক্যাপ্টেন ছিল। কেকেআরে ও যোগ্য সম্মান পায়নি। অধিনায়ক হিসেবে কিন্তু ওর রেকর্ড খুবই ভালো।" চলতি আইপিএলে আগুনে ফর্মে আছেন ৩০ বছর বয়সি এই ক্রিকেটার। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৪২ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তিনি করেন ৩০ বলে অপরাজিত ৫২। অর্থাৎ, দু'টো ম্যাচেই তিনি আউট হননি।
সাম্প্রতিক সময়ে স্বপ্নের ফর্মে আছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সর্বোচ্চ স্কোরার ছিলেন। সেটা অবশ্য ওয়ানডেতে। এবার টি-টোয়েন্টিতেও ফর্মের সেই ঝলক দেখাচ্ছেন শ্রেয়স। গতবার আইপিএল জয়ী অধিনায়ককে ২৬.৭৫ কোটি টাকায় কিনেছে পাঞ্জাব। উল্লেখ্য, লখনউ সুপার জায়ান্টসকে ৮ উইকেটে পরাজিত করেছে পাঞ্জাব কিংস। শ্রেয়সের অপরাজিত ৫২ ছাড়াও প্রভসিমরন সিং ৩৪ বলে ৬৯ এবং নেহাল ওয়াধেরা ২৫ বলে ৪৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। মূলত শ্রেয়স-প্রভসিমরন-নেহালের ব্যাটিং ত্রিফলায় লখনউয়ের ১৭১ রান তাড়া করতে মাত্র ১৬.২ ওভার সময় লাগে তাদের।
আপাতত দু'টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে পাঞ্জাব। অন্যদিকে, শ্রেয়সের পুরনো দল টেবিলের একেবারে তলানিতে। সেই কারণে শ্রেয়সকে ধরে না রেখে আফসোস হওয়ার কথা কেকেআর ম্যানেজমেন্টের।